মুগদা হাসপাতালে রেকর্ড ডেঙ্গু রোগী ভর্তি

  • Update Time : ০৯:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / 109

নিজস্ব প্রতিবেদক

মুগদা হাসপাতালে রেকর্ড ডেঙ্গু রোগী ভর্তি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজন মারা গেছে। মুগদাসহ প্রতিটি হাসপাতালে রেকর্ড ভাঙছে ডেঙ্গু রোগী ভর্তির। রোগীর চাপে নতুন করে শয্যা বাড়াতে হচ্ছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, আগামী মাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

গেল সাত দিনের প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছে মুগদা জেনারেল হাসপাতালে। ডেঙ্গু পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে। অতিরিক্ত রোগীর চাপে দু’এক দিনেও পরীক্ষার সিরিয়াল মিলছে না।

রোগীরা অভিযোগ করেন, তাদের টেস্ট করার জন্য অপেক্ষা করতে হয় দুই থেকে তিনদিন। এরপর টেস্টের ফল পেতেও লাগে অতিরিক্ত সময়।

গেল ২৪ ঘণ্টায় মুগদা হাসপাতালে সর্বোচ্চ ১৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৬ জনে। ঈদের আগে থেকেই হাসপাতালটিতে কোন শয্যা ফাঁকা নেই। এবার করা হয়েছে নতুন আরেকটি ইউনিট। মেঝেতে বিছানা পেতেই চলছে চিকিৎসা।

রোগীদের লক্ষণও বদলেছে। বমি, মাথা ব্যথা আর কম রক্তচাপ থাকা রোগীর সংখ্যাটাই বেশি।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, অনেকে না জানা বা না বোঝার ফলে অনেক দেরি করে হাসপাতালে আসেন। যত দেরিতে চিকিৎসা শুরু হয়- বিষয়টি তত জটিল হয়ে ওঠে। এছাড়া যাদের ডায়াবেটিস, কিডনি জটিলতা বা লিভারের সমস্যাসহ অন্যান্য রোগ রয়েছে- তারাও ডেঙ্গুতে আক্রান্ত হলে খারাপ প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের সাথে মিল রেখে এডিস লার্ভা নির্মূলের পরিকল্পনা নিতে হবে।

জনস্বাস্থ্যবিদ ডা. এমএম আকতারুজ্জামান বলেন, আগে থেকে ব্যবস্থা নিতে হবে। আমাদের আগের বছরের পরিসংখ্যান দেখে পরের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে।

রাজধানীর অন্যান্য হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। আগস্ট মাসে রোগীদের চাপ সামাল দেয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tag :

Please Share This Post in Your Social Media


মুগদা হাসপাতালে রেকর্ড ডেঙ্গু রোগী ভর্তি

Update Time : ০৯:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

মুগদা হাসপাতালে রেকর্ড ডেঙ্গু রোগী ভর্তি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজন মারা গেছে। মুগদাসহ প্রতিটি হাসপাতালে রেকর্ড ভাঙছে ডেঙ্গু রোগী ভর্তির। রোগীর চাপে নতুন করে শয্যা বাড়াতে হচ্ছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, আগামী মাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

গেল সাত দিনের প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছে মুগদা জেনারেল হাসপাতালে। ডেঙ্গু পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে। অতিরিক্ত রোগীর চাপে দু’এক দিনেও পরীক্ষার সিরিয়াল মিলছে না।

রোগীরা অভিযোগ করেন, তাদের টেস্ট করার জন্য অপেক্ষা করতে হয় দুই থেকে তিনদিন। এরপর টেস্টের ফল পেতেও লাগে অতিরিক্ত সময়।

গেল ২৪ ঘণ্টায় মুগদা হাসপাতালে সর্বোচ্চ ১৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৬ জনে। ঈদের আগে থেকেই হাসপাতালটিতে কোন শয্যা ফাঁকা নেই। এবার করা হয়েছে নতুন আরেকটি ইউনিট। মেঝেতে বিছানা পেতেই চলছে চিকিৎসা।

রোগীদের লক্ষণও বদলেছে। বমি, মাথা ব্যথা আর কম রক্তচাপ থাকা রোগীর সংখ্যাটাই বেশি।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, অনেকে না জানা বা না বোঝার ফলে অনেক দেরি করে হাসপাতালে আসেন। যত দেরিতে চিকিৎসা শুরু হয়- বিষয়টি তত জটিল হয়ে ওঠে। এছাড়া যাদের ডায়াবেটিস, কিডনি জটিলতা বা লিভারের সমস্যাসহ অন্যান্য রোগ রয়েছে- তারাও ডেঙ্গুতে আক্রান্ত হলে খারাপ প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের সাথে মিল রেখে এডিস লার্ভা নির্মূলের পরিকল্পনা নিতে হবে।

জনস্বাস্থ্যবিদ ডা. এমএম আকতারুজ্জামান বলেন, আগে থেকে ব্যবস্থা নিতে হবে। আমাদের আগের বছরের পরিসংখ্যান দেখে পরের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে।

রাজধানীর অন্যান্য হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। আগস্ট মাসে রোগীদের চাপ সামাল দেয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।