এডিসের লার্ভা: জাপান গার্ডেন সিটিকে জরিমানা
- Update Time : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / 138
নিজস্ব প্রতিবেদক
এডিসের লার্ভা: জাপান গার্ডেন সিটিকে জরিমানা
ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়ায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে উত্তর সিটি। এরই অংশ হিসেবে জাপান গার্ডেন সিটিতে অভিযান চালানো হয়।
এ সময় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম নিজে উপস্থিত ছিলেন। জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট ঘুরে দেখেন তিনি।
বেশ কয়েকটি বহুতল ভবনে কয়েকশ ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা জাপান গার্ডেন সিটিতে অভিযানে ব্যাপক এডিস মশার লার্ভা পাওয়া যায়। এতে বিস্ময় প্রকাশ করে মেয়র আতিক বলেন, জাপান গার্ডেন এখন মশার গার্ডেন।
তিনি বলেন, বাসা বাড়ির ভিতরে বিশেষ করে গ্যারেজ এ পানি জমে থাকে। সেখান থেকে ডেঙ্গু হচ্ছে। তারা সার্ভিস চার্জ নেয়, ম্যানেজমেন্ট কমিটি থাকে, তারপরও জমা পানিতে মশার চাষ হচ্ছে।
এমন কম্পাউন্ডের ভিতরে শিক্ষিত মানুষেরাই যদি অসচেতন হয় তাহলে মশা নিরোধ সম্ভব কীভাবে- এ প্রশ্নও তোলেন আতিক।
জাপান গার্ডেন সিটির বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ। আর এই অর্থ দিতে ব্যর্থ হলে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড হবে।
অভিযানে মেয়র জানান, আমরা জরিমানা করতে চাই না। কিন্তু কারো অবহেলায় মশা হবে, আর মানুষ মারা যাবে, সে দায় এড়ানো যাবে না।
এডিস মশা ধ্বংসে এলাকায় এলাকায় বিশেষ অভিযান চলবে ৩০ জুলাই পর্যন্ত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ১০টি টিম এই অভিযান পরিচালনা করবে।
অন্যান্য যেকোনো বছরের তুলনায় এবার ঢাকাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়েছে। মূলত এডিস মশার বিস্তারের কারণেই ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের।