ঢাবিতে ‘এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক’ বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন

  • Update Time : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 169

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের আন্তর্জাতিক প্লাটফর্ম ‘এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক’ (এডিএন)-এর বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ জুন) ঢাবির আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে এটি উদ্ধোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের প্রাণহানির সঙ্গে অনেক সময় দক্ষ ও অভিজ্ঞ লোকেরও প্রাণহানি ঘটে, ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সাইক্লোন শেল্টার ও বাঁধ নির্মাণ, জনসচেতনতা তৈরি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সময় সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, উদ্ধারকর্মী ও জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, রোগ-ব্যাধির কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যু প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। বেশির ভাগ প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট উল্লেখ করে তিনি বলেন, এসব দুর্যোগ মোকাবিলায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফাতিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জাপানের কানসাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এডিএন-এর কো-ফাউন্ডার ড. হিদেকি শিরোশিতা এবং যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এডিএন-এর কো-ফাউন্ডার ড. নিবেদিতা রে-বেননেট বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা প্রতিবেদন উপস্থাপন করেন।

উল্লেখ্য, নিম্ন আয় ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় পরিহারযোগ্য মৃত্যু কমিয়ে আনার জন্য যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা ও পরামর্শ প্রদান করার লক্ষ্যে শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে যুক্তরাজ্যের লেইসেস্টার বিশ্ববিদ্যালয় এবং জাপানের কানসাই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক প্লাটফর্ম ‘এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক’ তৈরি করে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে ‘এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক’ বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন

Update Time : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের আন্তর্জাতিক প্লাটফর্ম ‘এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক’ (এডিএন)-এর বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ জুন) ঢাবির আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে এটি উদ্ধোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের প্রাণহানির সঙ্গে অনেক সময় দক্ষ ও অভিজ্ঞ লোকেরও প্রাণহানি ঘটে, ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সাইক্লোন শেল্টার ও বাঁধ নির্মাণ, জনসচেতনতা তৈরি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সময় সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, উদ্ধারকর্মী ও জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, রোগ-ব্যাধির কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যু প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। বেশির ভাগ প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট উল্লেখ করে তিনি বলেন, এসব দুর্যোগ মোকাবিলায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফাতিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জাপানের কানসাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এডিএন-এর কো-ফাউন্ডার ড. হিদেকি শিরোশিতা এবং যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এডিএন-এর কো-ফাউন্ডার ড. নিবেদিতা রে-বেননেট বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা প্রতিবেদন উপস্থাপন করেন।

উল্লেখ্য, নিম্ন আয় ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় পরিহারযোগ্য মৃত্যু কমিয়ে আনার জন্য যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা ও পরামর্শ প্রদান করার লক্ষ্যে শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে যুক্তরাজ্যের লেইসেস্টার বিশ্ববিদ্যালয় এবং জাপানের কানসাই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক প্লাটফর্ম ‘এভয়েডেবল ডেথস নেটওয়ার্ক’ তৈরি করে।