উৎসবমুখর পরিবেশে খুলনা-বরিশাল সিটিতে ভোটগ্রহণ চলছে

  • Update Time : ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 131

নিজস্ব প্রতিবেদকঃ

উৎসব মুখর পরিবেশে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্র্র এবং ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। KSRM
এই সিটিতে মেয়র পদে পাঁচ জন, ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ১৩৬ এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এদিকে, বরিশাল সিটি করপোরেশনেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সকাল ৮টায় সিটি কর্পোরেশন এলাকার ১২৬টি কেন্দ্রে ৮৯৫টি বুথে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহন শুরু হয়।

সকাল থেকে নাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন মহিলা ও পুরুষ ভোটাররা। তবে এবারের নির্বাচনে সকালে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি অনেকটা বেশি।

এবারের নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই সিটিতে ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক আইনশৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


উৎসবমুখর পরিবেশে খুলনা-বরিশাল সিটিতে ভোটগ্রহণ চলছে

Update Time : ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

উৎসব মুখর পরিবেশে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্র্র এবং ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। KSRM
এই সিটিতে মেয়র পদে পাঁচ জন, ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ১৩৬ এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এদিকে, বরিশাল সিটি করপোরেশনেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সকাল ৮টায় সিটি কর্পোরেশন এলাকার ১২৬টি কেন্দ্রে ৮৯৫টি বুথে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহন শুরু হয়।

সকাল থেকে নাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন মহিলা ও পুরুষ ভোটাররা। তবে এবারের নির্বাচনে সকালে পুরুষের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি অনেকটা বেশি।

এবারের নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই সিটিতে ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যাক আইনশৃংখলাবাহিনী নিয়োজিত রয়েছে।