ইবি অধ্যাপকের উপর হামলাকারী সেই ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

  • Update Time : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / 167

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সোহেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্তকে অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের দেওয়া উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত সোহেল মাহমুদ ব্যাংকটির কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।

চিঠিতে বলা হয়, ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা অগ্রণী ব্যাংকের প্রবিধানমালা ২০০৮-এর ৪১(গ), ৪১(ঘ) ও ৪১(ঙ) অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

ফলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অগ্রণী ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮-এর ৪৪ ধারা মোতাবেক আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।

অগ্রণী ব্যাংক চৌড়হাস শাখার ম্যানেজার শামীম আহমেদ বলেন, ‌‌‌‌‌‘আমরা নোটিশটি হাতে পেয়েছি এবং তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে তার জবাব পেলে এবং বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ব্যক্তিগত বিরোধের জেরে গত বুধবার (৭জুন) প্রাতঃভ্রমণকালে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও মারধর করেন ওই ব্যাংক কর্মকর্তা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষক। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার বিভাগের শিক্ষার্থীরা। তারা দাবি নিয়ে ব্যাংকটির ইবি শাখার ম্যানেজারের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি করে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইবি অধ্যাপকের উপর হামলাকারী সেই ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

Update Time : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সোহেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্তকে অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের দেওয়া উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত সোহেল মাহমুদ ব্যাংকটির কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।

চিঠিতে বলা হয়, ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা অগ্রণী ব্যাংকের প্রবিধানমালা ২০০৮-এর ৪১(গ), ৪১(ঘ) ও ৪১(ঙ) অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

ফলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অগ্রণী ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮-এর ৪৪ ধারা মোতাবেক আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।

অগ্রণী ব্যাংক চৌড়হাস শাখার ম্যানেজার শামীম আহমেদ বলেন, ‌‌‌‌‌‘আমরা নোটিশটি হাতে পেয়েছি এবং তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে তার জবাব পেলে এবং বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ব্যক্তিগত বিরোধের জেরে গত বুধবার (৭জুন) প্রাতঃভ্রমণকালে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও মারধর করেন ওই ব্যাংক কর্মকর্তা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষক। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার বিভাগের শিক্ষার্থীরা। তারা দাবি নিয়ে ব্যাংকটির ইবি শাখার ম্যানেজারের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি করে।