ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • Update Time : ০৫:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / 195

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন। 

পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন মেহেরাজ হোসাইন। ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৫ দশমিক ৫৩ নম্বর পেয়েছেন তিনি। বিভাগ পরিবর্তনকারী মানবিক শাখা থেকে ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আবদুল্লাহ ইভান মাসুদ। তারা দুজনই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।

বিজ্ঞান শাখা থেকে ৯৮ দশমিক ৯১ পেয়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের ছাত্র মো. জিলহাজ শেখ।

ব্যবসায় শিক্ষা অনুষদের কিছু বিষয়ে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদেরও পড়ার সুযোগ রয়েছে। এজন্য এই দুই বিভাগের শিক্ষার্থীরা ‘বিভাগ পরিবর্তনকারী’ হিসেবে এই ইউনিটের পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি আসন রয়েছে। আর বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৯৫ ও ২৫টি আসন নির্ধারিত রয়েছে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৩৬ জন। পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ।

এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন যথাক্রমে ৫৭৭ ও ৬৩২ জন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Update Time : ০৫:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন। 

পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন মেহেরাজ হোসাইন। ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৫ দশমিক ৫৩ নম্বর পেয়েছেন তিনি। বিভাগ পরিবর্তনকারী মানবিক শাখা থেকে ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আবদুল্লাহ ইভান মাসুদ। তারা দুজনই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।

বিজ্ঞান শাখা থেকে ৯৮ দশমিক ৯১ পেয়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের ছাত্র মো. জিলহাজ শেখ।

ব্যবসায় শিক্ষা অনুষদের কিছু বিষয়ে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদেরও পড়ার সুযোগ রয়েছে। এজন্য এই দুই বিভাগের শিক্ষার্থীরা ‘বিভাগ পরিবর্তনকারী’ হিসেবে এই ইউনিটের পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি আসন রয়েছে। আর বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৯৫ ও ২৫টি আসন নির্ধারিত রয়েছে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৩৬ জন। পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ।

এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন যথাক্রমে ৫৭৭ ও ৬৩২ জন।