ইবি শিক্ষকের উপর হামলা: অভিযুক্তের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
- Update Time : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / 273
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে অগ্রণী ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদের বিরুদ্ধে। অভিযুক্তের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অভিযুক্তের বিচারের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকের উপর হামলা হয়েছে। হামলাকারী চিহ্নিত। হামলার ২৪ঘন্টা পার হলে গেলেও এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আমরা আগামী ২৪ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। হামলাকারী যেহেতু অগ্রণী ব্যাংকের কর্মকর্তা তাই তার শাস্তি না হওয়া পর্যন্ত অগ্রণী ব্যাংক ইবি শাখা বন্ধ থাকবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তিতে কঠোর আন্দোলনে নেমে পড়বো।
আন্দোলন চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শরিফুল ইসলামসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ও ইবি থানার অফিসার ইনচার্জ যায়েদ বিপ্লব।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবি পূরনের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।
সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, আমরা তাদের দাবি শুনেছি। শিক্ষকের উপর হামলা এটা শুধু শিক্ষক বা শিক্ষার্থীদের না এ দাবি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের। আমরা তাদের সকল দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। তারা আন্দোলন বন্ধ করেছে।
বুধবার (৭ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর তিনটি পৃথক লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন(বুধবার) সকালে হাটতে বের হয়েছিলেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এসময় সি ব্লকের কুষ্টিয়া কৃষি কলেজের সামনে আসা মাত্রই হাউজিং ডি- ব্লকের ১৬৭ নং প্লটের বাসিন্দা সোহেল মাহমুদ তার উপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে আঘাত করে। হামলাকারী সোহেল মাহমুদ অগ্রণী ব্যাংক লিমিটেডের কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার কর্মকর্তা। পরে সহকারী প্রক্টর ড. হুমায়ূন শাহেদের সহযোগীতায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে ডাক্তারের তত্ত্বাবধানে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।