ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৫ শতাংশ
- Update Time : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / 202
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজস্ব পদ্ধতিতে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জুন) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে ঘন্টাব্যাপি এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘ডি’ ইউনিটভুক্ত ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের তিনটি ও কলা অনুষদের একটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ২ হাজার ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যা আবেদনকারীর মোট ৯৪.৪১ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিদর্শন টীমের সদস্যবৃন্দ নিয়মিত পরীক্ষা হলসমূহ পরিদর্শন করেন।
পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষার্থে সার্বক্ষণিক তৎপর ছিলেন প্রক্টরিয়াল বডির নেতৃত্বে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার র্যাব, ডিবি ও পুলিশ বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক ক্যাম্পাস পরিদর্শন করেছেন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের মেইন গেট ও একাডেমিক ভবনগুলোর সামনে সিট প্ল্যান সংবলিত ডিজিটাল ব্যানার লাগানো হয়। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ ছিলো। পরীক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিক্যাল টীমের ব্যবস্থা ছিলো।
প্রসঙ্গত, ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ভর্তিচ্ছুরা।