গায়ক নোবেলের গ্রেপ্তার নিয়ে যা বললেন ডিবি হারুন
- Update Time : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / 142
নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিদিন মদ্যপান করেন গায়ক মাইনুল আহসান নোবেল। এছাড়া ৩-৪টি ঘুমের ওষুধ খেয়ে তিনি দীর্ঘক্ষণ ঘুমান। এই ঘুমের কারণে টাকা নিয়েও প্রোগ্রামে যেতে পারেন না তিনি।
এছাড়া উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হওয়া নোবেল তার স্ত্রীকেও বেশ কয়েকবার মারধর করে বাসা থেকে বের করে দেন বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
নোবেলকে গ্রেপ্তারের পর শনিবার (২০ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান এসব কথা বলেন।
সারেগামাপা খ্যাত গায়ক নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে হারুন অর রশীদ আরও বলেন, নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করে। তাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা নেয়। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু অনুষ্ঠানে সেখানে যায়নি। টাকা চাওয়ার পরে তাও ফেরত দেয়নি। এই ঘটনার পরে মামলা হয় কিন্তু সে মামলার পরেও পুলিশ কিংবা আদালতেও আত্মসমর্পণ করেনি।
এছাড়া সে বিভিন্ন স্থানে স্টেজ প্রগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে।
তার এই সকল অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু সে নিয়মিত মাদক সেবন করছে। স্ত্রীকে মারধর করছে। মাদকাসক্ত থাকার কারণে কোনও অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও যেতে পারে না।
এক প্রশ্নের জবাবে হারুন আরও বলেন, তার এই সকল কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছে। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছে। মঞ্চ ভাঙচুর করেছে। স্ত্রীকে মারধর করেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে।