সুদান থেকে আজ দেশে আসছেন ২৪৫ জন
- Update Time : ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / 113
নিজস্ব প্রতিবেদকঃ
যুদ্ধকবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া বাংলাদেশির মধ্যে ৪৭৮ জনকে গত বুধবার সৌদি আরবের জেদ্দায় নেওয়া হয়েছিল। চারটি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে জেদ্দায় নেওয়া হয়। এর মধ্যে ২৪৫ বাংলাদেশি আজ সকালে বাংলাদেশে পৌঁছাবেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া প্রায় ৭০০ বাংলাদেশির মধ্যে ১৩৬ জনকে গত রবিবার জেদ্দায় নেওয়া হয়। ইতোমধ্যে তারা দেশেও ফিরেছেন। রয়্যাল সৌদি এয়ারফোর্সের তিনটি বিশেষ ফ্লাইটে তাদের জেদ্দায় নেওয়া হয়। আজকে যারা দেশে ফিরবেন, তাদের বিমানবন্দরে স্বাগত জানাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের প্রতিনিধিরা।
এর আগে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, বাংলাদেশি নাগরিকদের সুদান থেকে যে গতিতে নিয়ে আসব ভেবেছিলাম সেটি হয়নি, দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে ৫৫৫ বাংলাদেশিকে নিয়ে আসব।
সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় ৬৫০ বাংলাদেশি পোর্ট সুদানে অবস্থান করছিলেন। পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।