আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ: শেখ হাসিনা

  • Update Time : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / 132

নিজস্ব প্রতিবেদকঃ

“ইনশাআল্লাহ, জনগণ আমাদেরকেই তাদের সেবা করার সুযোগ দেবে। নেতা-কর্মীদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ নির্বাচনে আমরা বিজয়ী হব।”

রোববার যুক্তরাজ্যের লন্ডন ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় বিএনপি-জামায়াতকে ‘দুর্নীতিবাজ-খুনী এবং লুটেরা-চোর’ আখ্যা দিয়ে তারা যেন ফের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, “তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।”

আওয়ামী লীগ সবসবসময় জনগণের ‘পাশে’ থেকেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন তার বিশ্বাস, আগামী নির্বাচনে তার দলকেই মানুষ বেছে নেবে।

জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে বলে মনে করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, “তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে? জনগণ জেনে গেছে যে তারা চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক।

তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচারকৃত প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল নির্বাচন প্রসঙ্গ। আওয়ামী লীগ জনগণের ভোট ‘কারচুপি’ করে ক্ষমতায় আসেনি মন্তব্য করে খালেদা জিয়া ও তারেক রহমানকে তিনি ‘ভোট চোর’ আখ্যা দেন।

শেখ হাসিনা বলেন, “তারেক জিয়া ভোট চোর ছিলেন, তার মা ভোট চোর, আমাদের ভোট চোর বলার সাহস হয় কী করে?”

তার ভাষ্য, আওয়ামী লীগ সব সময় দেশ ও দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল বা চুরি করে ক্ষমতায় আসেনি।

শেখ হাসিনা বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রাখেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কয়টি দল অংশ নিয়েছিল এবং কতটি ভোট পড়েছিল?

২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা বলেন, ওই নির্বাচন নিয়ে নিয়ে কারো কিছু বলার নেই।

Tag :

Please Share This Post in Your Social Media


আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ: শেখ হাসিনা

Update Time : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

“ইনশাআল্লাহ, জনগণ আমাদেরকেই তাদের সেবা করার সুযোগ দেবে। নেতা-কর্মীদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ নির্বাচনে আমরা বিজয়ী হব।”

রোববার যুক্তরাজ্যের লন্ডন ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় বিএনপি-জামায়াতকে ‘দুর্নীতিবাজ-খুনী এবং লুটেরা-চোর’ আখ্যা দিয়ে তারা যেন ফের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, “তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।”

আওয়ামী লীগ সবসবসময় জনগণের ‘পাশে’ থেকেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন তার বিশ্বাস, আগামী নির্বাচনে তার দলকেই মানুষ বেছে নেবে।

জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে বলে মনে করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, “তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে? জনগণ জেনে গেছে যে তারা চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক।

তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচারকৃত প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল নির্বাচন প্রসঙ্গ। আওয়ামী লীগ জনগণের ভোট ‘কারচুপি’ করে ক্ষমতায় আসেনি মন্তব্য করে খালেদা জিয়া ও তারেক রহমানকে তিনি ‘ভোট চোর’ আখ্যা দেন।

শেখ হাসিনা বলেন, “তারেক জিয়া ভোট চোর ছিলেন, তার মা ভোট চোর, আমাদের ভোট চোর বলার সাহস হয় কী করে?”

তার ভাষ্য, আওয়ামী লীগ সব সময় দেশ ও দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল বা চুরি করে ক্ষমতায় আসেনি।

শেখ হাসিনা বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রাখেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কয়টি দল অংশ নিয়েছিল এবং কতটি ভোট পড়েছিল?

২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা বলেন, ওই নির্বাচন নিয়ে নিয়ে কারো কিছু বলার নেই।