সার্বিয়ায় গোলাগুলিতে নিহত ৮
- Update Time : ১২:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / 134
আন্তর্জাতিক ডেস্কঃ
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণের একটি শহরের কাছে বৃহস্পতিবার দিনের শেষে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
‘আরটিএস’ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ম্লাাদেনোভাকের কাছে একটি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পুলিশ হামলাকারীকে খোঁজ করছে। খবর এএফপি’র।
ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং বেশ ক’টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। কয়েকটি হেলিকপ্টার অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়।
বুধবার ১৩ বছর বয়সী এক ছাত্র বেলগ্রেডের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৮ সহকর্মী এবং একজন নিরাপত্তা রক্ষীকে ও গুলি করে হত্যা করে। এ হামলার ঘটনা বলকান জাতিকে হতবাক করে দেয়।
২০২৩ সালে ম্লাদেনোভাকের একজন গ্রামবাসী তার ১৩ জন আত্মীয় ও প্রতিবেশীকে গুলি করে হত্যা করে।
সূত্র: বাসস