আগুনের ঘটনা ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : ০৪:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 120

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এসব ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বিভিন্ন মার্কেটে একের পর এক আগুন কেন? এ নিয়ে প্রশ্ন তুলে এগুলেঅ ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন।

দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়ানোও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেন।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখতে হবে। তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না, তা খতিয়ে দেখতে হবে।”

সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী মার্কেট সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে বলেন।

বলেন, “সবােইকে আরও বেশি সচেতন থাকতে হবে। নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media


আগুনের ঘটনা ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ০৪:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এসব ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বিভিন্ন মার্কেটে একের পর এক আগুন কেন? এ নিয়ে প্রশ্ন তুলে এগুলেঅ ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন।

দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়ানোও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেন।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখতে হবে। তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না, তা খতিয়ে দেখতে হবে।”

সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী মার্কেট সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে বলেন।

বলেন, “সবােইকে আরও বেশি সচেতন থাকতে হবে। নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”