সাড়ে তিন ঘণ্টা পর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- Update Time : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / 131
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোরে লাগা এ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় তারা। তখনই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। একে একে তাদের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, পুলিশ ও বিজিবি এবং বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
এ ঘটনায় আটজন ফায়ার ফাইটারসহ ধোঁয়ায় অসুস্থ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে। অসুস্থদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন, বায়েজিদ (২৫), শাহ আলম (২০), লিমন (২৮), কামাল হোসেন (৩৩), রিফাত (২৩), তৌফিক (২৪), রাশেল (২২) ও শান্ত (২৪)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘এ পর্যন্ত ৮ ফায়ার ফাইটারসহ মোট ১৭ জন অসুস্থ পেয়েছি। আরও আসবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। সবার নাম সংগ্রহ করা যায়নি।’