আইসিসির এলিট প্যানেল থেকে আলিম দারের পদত্যাগ

  • Update Time : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / 154

খেলা ডেস্ক:

আইসিসির এলিট প্যানেলে দীর্ঘযাত্রার পরিসমাপ্তি টানলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। চারটি বিশ্বকাপ ফাইনালসহ ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে রেকর্ড ৪৩৫টি ম্যাচ পরিচালনা করা ৫৪ বছর বয়সী এই আম্পায়ার বৃহস্পতিবার (১৬ মার্চ) পদত্যাগ করেছেন।

তবে আইসিসির এলিট প্যানেল ছাড়লেও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি। আইসিসির এক বিবৃতিতে আলিম দার বলেন, এলিট প্যানেলে এতটা সময় থাকার পর এখন সরে যাওয়ার সময় এসেছে। এতে করে অন্য কেউ সুযোগ পাবে। যদিও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চাই। বিশ্বজুড়ে আম্পায়ারদের প্রতি আলিম দারের বার্তা, পরিশ্রম, শৃঙ্খলা ধরে রাখা এবং শেখা চালিয়ে যাওয়া।

আম্পায়ারদের এলিট প্যানেলের যাত্রা শুরু হয় ২০০২ সাল থেকে। আর তখন থেকেই এই প্যানেলে যুক্ত আছেন পাকিস্তানি এই আম্পায়ার। আম্পায়ার হিসেবে আলিম দারের ক্যারিয়ার শুরু হয় ২০০০ সালে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে। এরপর ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে হয় টেস্ট অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে তার পথচলা শুরু ২০০৯ সালে, দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে।

২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলিম দার। পরিচালনা করেছেন ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও। এছাড়া ২০০৯ থেকে ২০১১ টানা তিনবার বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ‘ডেভিড শেফার্ড ট্রফি’ জেতেন পাকিস্তানি এই আম্পায়ার।

এদিকে, আগামী মৌসুমের এলিট প্যানেলে যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং পাকিস্তানের আহসান রাজাকে।

আম্পায়াদের এলিট প্যানেল

অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), ক্রিস গাফফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রাইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

Tag :

Please Share This Post in Your Social Media


আইসিসির এলিট প্যানেল থেকে আলিম দারের পদত্যাগ

Update Time : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

খেলা ডেস্ক:

আইসিসির এলিট প্যানেলে দীর্ঘযাত্রার পরিসমাপ্তি টানলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। চারটি বিশ্বকাপ ফাইনালসহ ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে রেকর্ড ৪৩৫টি ম্যাচ পরিচালনা করা ৫৪ বছর বয়সী এই আম্পায়ার বৃহস্পতিবার (১৬ মার্চ) পদত্যাগ করেছেন।

তবে আইসিসির এলিট প্যানেল ছাড়লেও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি। আইসিসির এক বিবৃতিতে আলিম দার বলেন, এলিট প্যানেলে এতটা সময় থাকার পর এখন সরে যাওয়ার সময় এসেছে। এতে করে অন্য কেউ সুযোগ পাবে। যদিও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চাই। বিশ্বজুড়ে আম্পায়ারদের প্রতি আলিম দারের বার্তা, পরিশ্রম, শৃঙ্খলা ধরে রাখা এবং শেখা চালিয়ে যাওয়া।

আম্পায়ারদের এলিট প্যানেলের যাত্রা শুরু হয় ২০০২ সাল থেকে। আর তখন থেকেই এই প্যানেলে যুক্ত আছেন পাকিস্তানি এই আম্পায়ার। আম্পায়ার হিসেবে আলিম দারের ক্যারিয়ার শুরু হয় ২০০০ সালে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে। এরপর ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে হয় টেস্ট অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে তার পথচলা শুরু ২০০৯ সালে, দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে।

২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলিম দার। পরিচালনা করেছেন ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও। এছাড়া ২০০৯ থেকে ২০১১ টানা তিনবার বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ‘ডেভিড শেফার্ড ট্রফি’ জেতেন পাকিস্তানি এই আম্পায়ার।

এদিকে, আগামী মৌসুমের এলিট প্যানেলে যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং পাকিস্তানের আহসান রাজাকে।

আম্পায়াদের এলিট প্যানেল

অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), ক্রিস গাফফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রাইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।