আশা জাগিয়ে শান্ত-মুশফিকের বিদায়
- Update Time : ০২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / 134
স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে খেলছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলের চরম অবস্থায় দারুণ জুটি করে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। তবে দলীয় ১১৫ রানে রান আউটের শিকার হন শান্ত। ৭১ বলে ৫টি চারে ৫৩ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। জুটিতে তারা ১২৮ বলে ৯৮ রান তোলেন। অপরদিকে ৯৩ বলে ৭০ রান করে মাঠ ছাড়েন মুশফিক।
মাঠে সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ জুটি গড়ার আগেই মাত্র ৮ রানে বিদায় নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে বাংলাদেশ।
আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তাদের দুজনকেই তুলে নেন পেসার স্যাম কারান। প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে কারানের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন লিটন। আর তৃতীয় ওভারের শেষ বলে ৬ বলে ১১ করে জেমস ভিন্সকে ক্যাচ দেন অধিনায়ক তামিম।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।