রিয়াল পেল ৫২ কোটি, আল-হিলাল ৪১ কোটি

  • Update Time : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 187

স্পোর্টস ডেস্ক:

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঘরেই যাবে, এটা এক রকম অনুমিতই ছিল। সেটাই হয়েছে। গত পরশু মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে রেকর্ড পঞ্চম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল।

শিরোপা জিতে শুধু চকচকে ট্রফি নয়, নিজেদের পকেটও ভরেছে স্প্যানিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন হয়ে রিয়াল প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৫২ কোটি ৩২ লাখ ৪ হাজার ৫০০ টাকা। প্রাইজমানি প্রাপ্তিতে আল-হিলালও রিয়ালের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। রানার্সআপ হয়ে সৌদি আরবের ক্লাবটি অর্থ পুরস্কার পেয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা। তৃতীয় স্থান অর্জন করা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর পকেটে উঠেছে ২৫ লাখ ডলার বা ২৬ কোটি ১৬ লাখ ২ হাজার ২৫০ টাকা। পরশু একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে মিশরের ক্লাব আল-আহলিকে।

হেরে চতুর্থ হওয়া আল-আহলি অর্থ পুরস্কার পেয়েছে ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৯২ লাখ ৮১ হাজার ৮০০ টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের প্রত্যেক দল পেয়েছে ১০ লাখ ডলার করে। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া প্রতিটা দলের হাতে উঠেছে ৫ লাখ ডলারের চেক। টুর্নামেন্ট ছোট হলেও ফিফা ক্লাব বিশ্বকাপ আর্থিক পুরস্কারের দিক থেকে কিন্তু বড়ই!

Tag :

Please Share This Post in Your Social Media


রিয়াল পেল ৫২ কোটি, আল-হিলাল ৪১ কোটি

Update Time : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক:

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঘরেই যাবে, এটা এক রকম অনুমিতই ছিল। সেটাই হয়েছে। গত পরশু মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সৌদি আরবের ক্লাব আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে রেকর্ড পঞ্চম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল।

শিরোপা জিতে শুধু চকচকে ট্রফি নয়, নিজেদের পকেটও ভরেছে স্প্যানিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন হয়ে রিয়াল প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৫২ কোটি ৩২ লাখ ৪ হাজার ৫০০ টাকা। প্রাইজমানি প্রাপ্তিতে আল-হিলালও রিয়ালের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। রানার্সআপ হয়ে সৌদি আরবের ক্লাবটি অর্থ পুরস্কার পেয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা। তৃতীয় স্থান অর্জন করা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর পকেটে উঠেছে ২৫ লাখ ডলার বা ২৬ কোটি ১৬ লাখ ২ হাজার ২৫০ টাকা। পরশু একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে মিশরের ক্লাব আল-আহলিকে।

হেরে চতুর্থ হওয়া আল-আহলি অর্থ পুরস্কার পেয়েছে ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৯২ লাখ ৮১ হাজার ৮০০ টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের প্রত্যেক দল পেয়েছে ১০ লাখ ডলার করে। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া প্রতিটা দলের হাতে উঠেছে ৫ লাখ ডলারের চেক। টুর্নামেন্ট ছোট হলেও ফিফা ক্লাব বিশ্বকাপ আর্থিক পুরস্কারের দিক থেকে কিন্তু বড়ই!