স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

  • Update Time : ০৬:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 232

মুজাহিদঃ

সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশনের ২০২৩-২৪ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

২০ জানুয়ারি শুক্রবার গাজীপুরের আব্দুল আলী সেবাশ্রম (বৃদ্ধাশ্রম) পরিদর্শন ও নানা আয়োজনের মধ্য দিয়ে সেখানে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির সভাপতি হন তাসলিমা খান উষা ও সাধারণ সম্পাদক সিহাব আহমেদ স্বাধীন।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি- অলি আহমেদ, মোঃ ইব্রাহিম শেখ, সাংগঠনিক সম্পাদক- মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ- মুসান্না বিন আহাদ, প্রচার সম্পাদক- মোতাসিম আল ফয়সাল, সাংস্কৃতিক সম্পাদক- মারুফুল হাসান (তারিফ)।

সভাপতি তাসলিমা খান উষা বলেন, ‘লক্ষ্য স্থির করে চলতে হবে যেন কোনো প্রকার ভয়ই মনোবলকে ক্ষূণ্য না করতে পারে এবং নিজের ভয়কে জয় করা শিখতে হবে।’

সাধারণ সম্পাদক সিহাব আহমেদ স্বাধীন বলেন, ‘আমি একজন সামাজিক ভলেন্টিয়ার। সবসময় মানবতার কাজে থাকার ইচ্ছায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল, বৃদ্ধাশ্রম, উদ্যোক্তা গড়ে তোলা এবং পাশাপাশি দক্ষ কর্মী গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করতে চাই।’

উল্লেখ্য, সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা এবং আর্ত মানবতার কাজে অংশ নেয়ার লক্ষ্যে ২০২০ সালের ৮ মে স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

Update Time : ০৬:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

মুজাহিদঃ

সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশনের ২০২৩-২৪ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

২০ জানুয়ারি শুক্রবার গাজীপুরের আব্দুল আলী সেবাশ্রম (বৃদ্ধাশ্রম) পরিদর্শন ও নানা আয়োজনের মধ্য দিয়ে সেখানে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির সভাপতি হন তাসলিমা খান উষা ও সাধারণ সম্পাদক সিহাব আহমেদ স্বাধীন।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি- অলি আহমেদ, মোঃ ইব্রাহিম শেখ, সাংগঠনিক সম্পাদক- মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ- মুসান্না বিন আহাদ, প্রচার সম্পাদক- মোতাসিম আল ফয়সাল, সাংস্কৃতিক সম্পাদক- মারুফুল হাসান (তারিফ)।

সভাপতি তাসলিমা খান উষা বলেন, ‘লক্ষ্য স্থির করে চলতে হবে যেন কোনো প্রকার ভয়ই মনোবলকে ক্ষূণ্য না করতে পারে এবং নিজের ভয়কে জয় করা শিখতে হবে।’

সাধারণ সম্পাদক সিহাব আহমেদ স্বাধীন বলেন, ‘আমি একজন সামাজিক ভলেন্টিয়ার। সবসময় মানবতার কাজে থাকার ইচ্ছায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল, বৃদ্ধাশ্রম, উদ্যোক্তা গড়ে তোলা এবং পাশাপাশি দক্ষ কর্মী গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করতে চাই।’

উল্লেখ্য, সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা এবং আর্ত মানবতার কাজে অংশ নেয়ার লক্ষ্যে ২০২০ সালের ৮ মে স্টুডেন্ট ওয়াননেস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।