রিয়ালকে উড়িয়ে সুপার কাপ জিতলো বার্সেলোনা
- Update Time : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / 186
স্পোর্টস ডেস্কঃ
বছরের প্রথম এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সঙ্গে জিতে নিলো স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৪তম শিরোপাও।
রোববার রাতে রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে কাতালানরা।
তাদের জয়ের নায়ক গাভি একটি গোল করার পাশাপাশি রবের্ত লেভানদোভস্কি ও পেদ্রির গোলেও অবদান রাখেন।
শিরোপা ধরে রাখার মিশনে মাঠের খেলায় যেন নিজেদের হারিয়েই খুঁজল রিয়াল মাদ্রিদ। পুরোটা সময় আধিপত্য দেখিয়ে ৫ মৌসুম পর সুপার কাপ ঘরে তুলল বার্সেলোনা।
ম্যাচের শুরুতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঠিকই দাপট দেখায় বার্সেলোনা। প্রথমদিকে কয়েকটা সুযোগ নষ্ট করলেও ৩৩ মিনিটের বেশি কাতালানদের দমিয়ে রাখতে পারেনি লস-ব্লাঙ্কোরা। রবের্ত লেভানদোভস্কির বাড়ানো বলে দলকে লিড এনে দেন গাভি।
প্রথমার্ধের শেষ মিনিটে যেন পোলিশ সতীর্থের ঋণ শোধ দেন গাভি। তার বাড়ানো বলে আলতো ছোঁয়ায় বার্সাকে ২-০ তে এগিয়ে দেন লেভানদভস্কি।
বিরতির পরও একই ধারায় খেলতে থাকে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ৬৯ মিনিটে পেদ্রি গঞ্জালেসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
শেষদিকে বদলি হিসেবে নেমে রিয়ালের হয়ে একটি গোল শোধ দেন ফরাসী তারকা করিম বেনজেমা।
এই জয়ে কোচ হিসেবে প্রথম কোনো ট্রফির দেখা পেলেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। সেই সঙ্গে সুপার কাপে রেকর্ড ১৪তম শিরোপার স্বাদ পেলো বার্সেলোনা।