রাণীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

  • Update Time : ০৮:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 166

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার খাস পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাম্বা-তারের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বিদ্যালয়টির প্রাচীরের রড-সিমেন্টের খাম্বা ভেঙে প্রাচীরটি ভেঙে ফেলেছে। শরিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

উপজেলার খাস পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনছার আলী জানান, আগে বিদ্যালয়টির সীমানা প্রাচীর ছিল না। গত তিন মাস আগে ৫০ হাজার টাকা ব্যায়ে জিআই তার ও রড-সিমেন্টের খাম্বা দিয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাচীর ভালোই ছিল। রবিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই প্রাচীর ভেঙে পরে আছে। তিনি আরও জানান, বিদ্যালয়ে গিয়ে জানতে পারি দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে কোন এক সময় রড-সিমেন্টের প্রায় ৩০ থেকে ৩৫ টি খাম্বা ভেঙে তারের প্রাচীর ভেঙে ফেলে চলে গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া আলম জানান, বৃহস্পতিবার স্কুল শেষে সবাই বাড়িতে চলে যাই। সরকারি নিময় অনুযায়ী শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। এজন্য কেউ আর বিদ্যালয়ে যায়নি। রবিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই কে-বা কাহারা রাতের অন্ধকারে বিদ্যালয়টির প্রাচীর ভেঙেছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়ে রবিবার থানায় অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ফেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

Update Time : ০৮:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার খাস পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাম্বা-তারের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বিদ্যালয়টির প্রাচীরের রড-সিমেন্টের খাম্বা ভেঙে প্রাচীরটি ভেঙে ফেলেছে। শরিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

উপজেলার খাস পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনছার আলী জানান, আগে বিদ্যালয়টির সীমানা প্রাচীর ছিল না। গত তিন মাস আগে ৫০ হাজার টাকা ব্যায়ে জিআই তার ও রড-সিমেন্টের খাম্বা দিয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাচীর ভালোই ছিল। রবিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই প্রাচীর ভেঙে পরে আছে। তিনি আরও জানান, বিদ্যালয়ে গিয়ে জানতে পারি দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে কোন এক সময় রড-সিমেন্টের প্রায় ৩০ থেকে ৩৫ টি খাম্বা ভেঙে তারের প্রাচীর ভেঙে ফেলে চলে গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া আলম জানান, বৃহস্পতিবার স্কুল শেষে সবাই বাড়িতে চলে যাই। সরকারি নিময় অনুযায়ী শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। এজন্য কেউ আর বিদ্যালয়ে যায়নি। রবিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই কে-বা কাহারা রাতের অন্ধকারে বিদ্যালয়টির প্রাচীর ভেঙেছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়ে রবিবার থানায় অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ফেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।