দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝড়ল ৩ প্রাণ

  • Update Time : ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / 180

জেলা প্রতিনিধিঃ 

রংপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের সঙ্গে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝড়ল ৩ প্রাণ

Update Time : ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

জেলা প্রতিনিধিঃ 

রংপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের সঙ্গে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।