সৌদি আরব পৌঁছেছেন রোনালদো

  • Update Time : ১১:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 199

স্পোর্টস ডেস্কঃ 

সৌদি ক্লাব আল নাসরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক হবে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি)। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ক্লাব আল নাসর তাদের খেলোয়াড় হিসেবে এই পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ীকে বরণ করে নেবে।

আল-জাজিরা জানিয়েছে, এরই মধ্যে গত সোমবার (২ জানুয়ারি) সদলবলে সৌদি আরবে পৌঁছেছেন পর্তুগাল এই মহাতারকা।

সিআর সেভেনকে আল নাসরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপচে পড়বে বলেই মনে করছেন ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ।

মঙ্গলবার রোনালদোর মেডিকেল টেস্ট ও প্রকাশ্যে আনার অনুষ্ঠান হয়ে গেলেই তাকে ম্যাচে নামানোর তৎপরতা শুরু হবে।

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে লিগে শীর্ষে থাকা আল নাসেরের হয়েই মাঠে নামতে পারেন প্রাক্তন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদ যেভাবে এই মহাতারকাকে বরণ করে নিয়েছিল, সেভাবেই বিশাল আয়োজনে রোনালদোকে প্রকাশ্যে আনার অনুষ্ঠানটা করতে চাইছে আল নাসর।

এই অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট সাবেক রিয়াল মাদ্রিদ স্টপার সার্জিও রামোসকেও দলে ভেড়ানোর ঘোষণাও দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

৩৮ বছর বয়সি রামোসের পিএসজি ছেড়ে আরবে আসা নাকি প্রায় পাকা।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল ফায়সাল বলেছেন, ‘রোনালদোর সৌদিতে আসা এই দেশের ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এবার সব ক্লাবই চেষ্টা করবে ইউরোপ, লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের আনতে।’

এদিকে, এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন আল নাসরের কোচ রুডি গার্সিয়া। হয়তো তিনিও ভাবতে পারেননি রোনালদো আরবের ক্লাবে সই করতে পারেন।

তাই সইয়ের আগে তিনি বলেছিলেন, ‘আমি তো রোনালদো নয়। মেসিকে নিতে চাই। তাই তাকে আনতে কাতারে যাব।’

পরে অবশ্যই তিনি বলছেন, ওটা মজা করে বলেছিলাম।

Tag :

Please Share This Post in Your Social Media


সৌদি আরব পৌঁছেছেন রোনালদো

Update Time : ১১:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্কঃ 

সৌদি ক্লাব আল নাসরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক হবে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি)। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ক্লাব আল নাসর তাদের খেলোয়াড় হিসেবে এই পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ীকে বরণ করে নেবে।

আল-জাজিরা জানিয়েছে, এরই মধ্যে গত সোমবার (২ জানুয়ারি) সদলবলে সৌদি আরবে পৌঁছেছেন পর্তুগাল এই মহাতারকা।

সিআর সেভেনকে আল নাসরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপচে পড়বে বলেই মনে করছেন ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ।

মঙ্গলবার রোনালদোর মেডিকেল টেস্ট ও প্রকাশ্যে আনার অনুষ্ঠান হয়ে গেলেই তাকে ম্যাচে নামানোর তৎপরতা শুরু হবে।

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে লিগে শীর্ষে থাকা আল নাসেরের হয়েই মাঠে নামতে পারেন প্রাক্তন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদ যেভাবে এই মহাতারকাকে বরণ করে নিয়েছিল, সেভাবেই বিশাল আয়োজনে রোনালদোকে প্রকাশ্যে আনার অনুষ্ঠানটা করতে চাইছে আল নাসর।

এই অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট সাবেক রিয়াল মাদ্রিদ স্টপার সার্জিও রামোসকেও দলে ভেড়ানোর ঘোষণাও দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

৩৮ বছর বয়সি রামোসের পিএসজি ছেড়ে আরবে আসা নাকি প্রায় পাকা।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল ফায়সাল বলেছেন, ‘রোনালদোর সৌদিতে আসা এই দেশের ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এবার সব ক্লাবই চেষ্টা করবে ইউরোপ, লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের আনতে।’

এদিকে, এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন আল নাসরের কোচ রুডি গার্সিয়া। হয়তো তিনিও ভাবতে পারেননি রোনালদো আরবের ক্লাবে সই করতে পারেন।

তাই সইয়ের আগে তিনি বলেছিলেন, ‘আমি তো রোনালদো নয়। মেসিকে নিতে চাই। তাই তাকে আনতে কাতারে যাব।’

পরে অবশ্যই তিনি বলছেন, ওটা মজা করে বলেছিলাম।