সংগীত উৎসবেও নিষিদ্ধ হলেন সল্ট বে

  • Update Time : ১২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 177

স্পোর্টস ডেস্কঃ 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের পর ট্রফি ধরে চুম্বন করে বিতর্ক তৈরি করেছিলেন বিখ্যাত শেফ সল্ট বে। তাই ফিফা ক্ষিপ্ত হয়ে সেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

তদন্ত শেষে একটি ফুটবল প্রতিযোগিতায় তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। এবার আরও একটি জনপ্রিয় অনুষ্ঠানের আয়োজকরা নিষিদ্ধ ঘোষণা করলেন তুরস্কের খ্যাতনামা এই শেফকে।

ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে পারেন বিশ্বকাপ জয়ী ফুটবলাররা, ফিফার সভাপতি এবং কোনও রাষ্ট্রপ্রধান। তার বাইরে কারও ট্রফি ছোঁয়ার অধিকার নেই। অথচ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে ছবি তোলার সময় ট্রফি স্পর্শ করেছিলেন সল্ট বে।

সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কয়েক দিন আগে ফিফা জানিয়েছে, ইউএস ওপেন কাপ সকার প্রতিযোগিতার ফাইনাল দেখতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সল্ট বে।

এবার ক্যালিফোর্নিয়ার রোলিং লাউড মিউজিক উৎসবের আয়োজকরাও তাকে নিষিদ্ধ ঘোষণা করলেন। ২০১৫ সালে শুরু হওয়া এই সঙ্গীত উৎসব একেক বছর একেক দেশে আয়োজিত হয়।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর একাধিক ভিডিও পোস্ট করেছেন সল্ট বে। সেই দেখেই বিরক্ত ফুটবলভক্তরা। প্রায় প্রতিটি ভিডিওতেই দেখা যাচ্ছে, তিনি আর্জেন্টিনা দলের ফুটবলারদের থেকে কাড়াকাড়ি করছেন ট্রফি।

মেসির দৃষ্টি আকর্ষণের যে চেষ্টা সল্ট বে করেছেন, সেটা সবচেয়ে বেশি বিরক্তিকর। লিওনেল মেসি তাকে দুবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, সল্ট বে নাছোড়। অগত্যা মেসি বাধ্য হয়েই শেফের সঙ্গে বিশ্বকাপ হাতে একটি ছবি তোলেন। সেই ছবি পরে সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সল্ট বে।

তার এই কান্ড দেখে নিষেধাজ্ঞা জারি করেছিল ইউএস ওপেন কাপ কর্তৃপক্ষ। সেই প্রতিযোগিতার ফাইনাল দেখতেও ঢুকতে পারবেন না সল্ট বে।

Tag :

Please Share This Post in Your Social Media


সংগীত উৎসবেও নিষিদ্ধ হলেন সল্ট বে

Update Time : ১২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্কঃ 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের পর ট্রফি ধরে চুম্বন করে বিতর্ক তৈরি করেছিলেন বিখ্যাত শেফ সল্ট বে। তাই ফিফা ক্ষিপ্ত হয়ে সেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

তদন্ত শেষে একটি ফুটবল প্রতিযোগিতায় তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। এবার আরও একটি জনপ্রিয় অনুষ্ঠানের আয়োজকরা নিষিদ্ধ ঘোষণা করলেন তুরস্কের খ্যাতনামা এই শেফকে।

ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে পারেন বিশ্বকাপ জয়ী ফুটবলাররা, ফিফার সভাপতি এবং কোনও রাষ্ট্রপ্রধান। তার বাইরে কারও ট্রফি ছোঁয়ার অধিকার নেই। অথচ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে ছবি তোলার সময় ট্রফি স্পর্শ করেছিলেন সল্ট বে।

সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কয়েক দিন আগে ফিফা জানিয়েছে, ইউএস ওপেন কাপ সকার প্রতিযোগিতার ফাইনাল দেখতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সল্ট বে।

এবার ক্যালিফোর্নিয়ার রোলিং লাউড মিউজিক উৎসবের আয়োজকরাও তাকে নিষিদ্ধ ঘোষণা করলেন। ২০১৫ সালে শুরু হওয়া এই সঙ্গীত উৎসব একেক বছর একেক দেশে আয়োজিত হয়।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের পর একাধিক ভিডিও পোস্ট করেছেন সল্ট বে। সেই দেখেই বিরক্ত ফুটবলভক্তরা। প্রায় প্রতিটি ভিডিওতেই দেখা যাচ্ছে, তিনি আর্জেন্টিনা দলের ফুটবলারদের থেকে কাড়াকাড়ি করছেন ট্রফি।

মেসির দৃষ্টি আকর্ষণের যে চেষ্টা সল্ট বে করেছেন, সেটা সবচেয়ে বেশি বিরক্তিকর। লিওনেল মেসি তাকে দুবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, সল্ট বে নাছোড়। অগত্যা মেসি বাধ্য হয়েই শেফের সঙ্গে বিশ্বকাপ হাতে একটি ছবি তোলেন। সেই ছবি পরে সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সল্ট বে।

তার এই কান্ড দেখে নিষেধাজ্ঞা জারি করেছিল ইউএস ওপেন কাপ কর্তৃপক্ষ। সেই প্রতিযোগিতার ফাইনাল দেখতেও ঢুকতে পারবেন না সল্ট বে।