চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে
- Update Time : ১২:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / 179
চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৩৩ সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। যা গত বছরের চেয়ে ৪৫ জন বেশি। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
আরএসএফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে চীন। দেশটিতে ১১০ সাংবাদিককে জেলে পাঠানো হয়। এরপরই রয়েছে সেনাশাসিত মিয়ানমারের অবস্থান।
মিয়ানমারে চলতি বছর ৬২ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়। সরকারবিরোধী আন্দোলন চলা ইরানে এ বছর ৪৭ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এ ছাড়া ভিয়েতনামে ৩৯ ও বেলারুশে ৩১ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়। অলাভজনক বেসরকারি সংস্থাটি জানায়, ২০২১ সালে বিশ্বে ৪৮৮ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছিল।
বিবৃতিতে আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোয়ার বলেন, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকারগুলো সাংবাদিকদের কারাদণ্ড দিয়ে দ্রুত জেল ভরছে। ১৯৯৫ সাল থেকে সাংবাদিকদের কারাবন্দির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে আরএসএফ। সংস্থাটির এ প্রতিবেদনে এবারই প্রথম ইরানের নাম ওঠে।
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। এরপরই পোশাকের স্বাধীনতার দাবি ইরানজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের পর ইরানে এ পর্যন্ত ৩৪ সাংবাদিককে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া চলতি বছর রেকর্ড ৭৮ নারী সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে, যা গত বছরের চেয়ে ১৮ জন বেশি।