অপটা’র ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ে এগিয়ে ব্রাজিল

  • Update Time : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 194

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ আসলেই অনেকে ভবিষ্যদ্বাণী করে থাকে কে জয়ী হবে আর কে হারবে। তেমনি আসন্ন কাতার বিশ্বকাপ জয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই এগিয়ে বলে জানিয়েছে বৃটেনের একটি ক্রীড়া বিশ্লেষণ কোম্পানি অপটা স্পোটর্স ডাটা।

২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি। কৃত্রিম উপায়ে পারফরমেন্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি।

২০২২ বিশ্বকাপে কে জিতবে, সেটি জানাতে ভবিষ্যদ্বাণী মডেলে প্রতিটি ম্যাচের ফলাফলের সম্ভাব্য জয়, ড্র বা হার, পরিসংখ্যান ও পারফরমেন্স, দলের র‌্যাংকিং, বাজির দর ব্যবহার করেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলে। পাঁচবারের বিজয়ীরা এবার ট্রফি জয়ের জন্য ফেবারিট। মডেল অনুযায়ী ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবেও ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের।

কাতার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলের পর আছে আর্জেন্টিনা। এই বছরের বিশ্বকাপ জয়ে সম্ভাবনাময়ী দ্বিতীয় দল গ্রুপ সি’তে থাকা আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির সম্ভাবনা ১৩%।

২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ে শীর্ষ পাঁচ দলের তালিকায় আছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২%, স্পেনের ৯% এবং ইংল্যান্ডের রয়েছে ৯%।
শিরোপা জয়ে জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১% সম্ভাবনা ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯%।

২০১৮ আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবার সেই পারফরমেন্সের পুনরাবৃত্তির কোন সম্ভাবনা নেই। এবার তাদের ফাইনালে যাবার সম্ভাবনা মাত্র ৪%।
অপটা স্পোটর্স ডাটা কোম্পানির পর্যালোচনা এমন (শীর্ষ দশ দল) :

দল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল বিশ্বকাপ জয়ের সম্ভাবনা-
ব্রাজিল ৬৩.৭% ৪০.২% ২৫.৩% ১৫.৮%
আর্জেন্টিনা ৫৫.৩% ৩৬.৩% ২১.১% ১২.৬%
ফ্রান্স ৫৮.৮% ৩৭.৩% ২১.৯% ১২.২%
স্পেন ৫৫.১% ৩১.৬% ১৭.৪% ৮.১%
ইংল্যান্ড ৫৬% ৩০.৯% ১৭% ৮.৭%
জার্মানি ৫১% ২৮.৭% ১৫.৪% ৭.৮%
নেদারল্যান্ডস ৫৩.১% ২৭.৫% ১৪% ৭.২%
পর্তুগাল ৪৭.২% ২৪.১% ১২.২% ৫.৮%
বেলজিয়াম ৪১.৬% ২২.২% ১১.৩% ৫.৪%
ডেনমার্ক ৩৯.৩% ১৯.৪% ৮.৫% ৩.৫%

Tag :

Please Share This Post in Your Social Media


অপটা’র ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ে এগিয়ে ব্রাজিল

Update Time : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ আসলেই অনেকে ভবিষ্যদ্বাণী করে থাকে কে জয়ী হবে আর কে হারবে। তেমনি আসন্ন কাতার বিশ্বকাপ জয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই এগিয়ে বলে জানিয়েছে বৃটেনের একটি ক্রীড়া বিশ্লেষণ কোম্পানি অপটা স্পোটর্স ডাটা।

২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি। কৃত্রিম উপায়ে পারফরমেন্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি।

২০২২ বিশ্বকাপে কে জিতবে, সেটি জানাতে ভবিষ্যদ্বাণী মডেলে প্রতিটি ম্যাচের ফলাফলের সম্ভাব্য জয়, ড্র বা হার, পরিসংখ্যান ও পারফরমেন্স, দলের র‌্যাংকিং, বাজির দর ব্যবহার করেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলে। পাঁচবারের বিজয়ীরা এবার ট্রফি জয়ের জন্য ফেবারিট। মডেল অনুযায়ী ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবেও ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের।

কাতার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলের পর আছে আর্জেন্টিনা। এই বছরের বিশ্বকাপ জয়ে সম্ভাবনাময়ী দ্বিতীয় দল গ্রুপ সি’তে থাকা আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির সম্ভাবনা ১৩%।

২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ে শীর্ষ পাঁচ দলের তালিকায় আছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২%, স্পেনের ৯% এবং ইংল্যান্ডের রয়েছে ৯%।
শিরোপা জয়ে জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১% সম্ভাবনা ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯%।

২০১৮ আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবার সেই পারফরমেন্সের পুনরাবৃত্তির কোন সম্ভাবনা নেই। এবার তাদের ফাইনালে যাবার সম্ভাবনা মাত্র ৪%।
অপটা স্পোটর্স ডাটা কোম্পানির পর্যালোচনা এমন (শীর্ষ দশ দল) :

দল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল বিশ্বকাপ জয়ের সম্ভাবনা-
ব্রাজিল ৬৩.৭% ৪০.২% ২৫.৩% ১৫.৮%
আর্জেন্টিনা ৫৫.৩% ৩৬.৩% ২১.১% ১২.৬%
ফ্রান্স ৫৮.৮% ৩৭.৩% ২১.৯% ১২.২%
স্পেন ৫৫.১% ৩১.৬% ১৭.৪% ৮.১%
ইংল্যান্ড ৫৬% ৩০.৯% ১৭% ৮.৭%
জার্মানি ৫১% ২৮.৭% ১৫.৪% ৭.৮%
নেদারল্যান্ডস ৫৩.১% ২৭.৫% ১৪% ৭.২%
পর্তুগাল ৪৭.২% ২৪.১% ১২.২% ৫.৮%
বেলজিয়াম ৪১.৬% ২২.২% ১১.৩% ৫.৪%
ডেনমার্ক ৩৯.৩% ১৯.৪% ৮.৫% ৩.৫%