২০ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে কাতারের বিশ্বকাপ মিশন শুরু
- Update Time : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / 180
স্পোর্টস ডেস্কঃ
প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলবে কাতার। আয়োজক হওয়ার সুবাদেই এই সৌভাগ্য অর্জন করেছে র্যাংকিংয়ে ৫০ নম্বরে থাকা মধ্যপ্রাচ্যের দেশটি। এদিকে, নিজ দেশকে সমর্থন জানাতে নানা প্রস্তুতি নিচ্ছে কাতারের জনগণ। আর বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে পারায় উচ্ছ্বসিত খেলোয়াড়রাও।
২০১০ সালের শেষের দিকে বিশ্বকাপের আয়োজক হওয়ার সুখবর পায় কাতার। এরপর কেটে গেছে ১২ বছর। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে যাচ্ছে তারা।
১৯৭০ সালে নিজেদের প্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচ খেলে কাতার। ১৯৮০ সালে এশিয়ান কাপে অভিষেক। এখন পর্যন্ত ১০বার এশিয়ান কাপ খেলেছে কাতার। ২০১৯ সালে শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জয় করে শিরোপা। তাই বিশ্বকাপেও ভালো করার প্রত্যাশা স্বাগতিকদের।
বিশ্বকাপে আট গ্রুপে ভাগ হয়ে খেলবে ৩২টি দল। সেখানে ‘এ’ গ্রুপে কাতারের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, আফ্রিকার সেনেগাল ও ইউরোপ জায়ান্ট নেদারল্যান্ডস।
এদিকে, নিজের দেশকে সমর্থন জানাতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে কাতারের জনগণ। চলতি মাসের ২০ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কাতারের বিশ্বকাপ মিশন।
কাতারের বিশ্বকাপ দল
গোলরক্ষক : সাদ আল সাহেব, মেশাল বারশাম ও ইউসুফ হাসান।
ডিফেন্ডার : পেদ্রো মিগুয়েল, মুসাব খিদির, তারেক সালমান, বাসাম আল-রাউই, বোয়ালেম খুউখি, আবদেলকারিম হাসান, হোমাম আহমেদ ও জাসেম গাবের।
মিডফিল্ডার : আলি আসাদ, আসিম মোদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক, করিম বৌদিয়াফ, আবদেলাজিজ হাতেম ও ইসমাইল মোহাম্মদ।
ফরোয়ার্ড : নায়েফ আলহাদরামি, আহমেদ আলাউদ্দিন, হাসান আল হায়দোস, খালিদ মুনির, আকরাম আফিফ, আলমোয়েজ আলি ও মোহাম্মদ মুনতারি।