ইতিহাস বদলে দিতে বোলিংয়ে ইংল্যান্ড
- Update Time : ০২:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / 231
স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে টস জিতল ইংল্যান্ড। রোববার মেলবোর্নে অনুষ্ঠিত টসে জিতে বাবর আজমদের আগে ব্যাটিংয়ে পাঠালেন ইংলিশ দলপতি জস বাটলার।
ভাগ্য সঙ্গ দেয়ায় সুপার টুয়েলভের বাধা টপকানো সম্ভব হয় পাকিস্তানের পক্ষে। তবে সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য ক্রিকেট উপহার দেয়। গতবারের রানার্সআপ কিউয়িদের হারিয়ে এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে পাকিস্তান।
অন্যদিকে সেমিফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড। এবার খেতাবি লড়াইয়ে বাবর আজমদের কড়া চ্যালেঞ্জের মুখে বাটলাররা।
১৯৯২ সালে এই মেলবোর্নেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার ফের সেই একই মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে দু’দল। স্বাভাবিকভাবেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটাতে মরিয়া বাবর আজমরা।
অন্যদিকে, ইংল্যান্ড চাইছে ইতিহাস বদলে দিতে। আর সেই লক্ষ্যেই এদিন আগে বোলিং নিয়েছে দলটি।
রোববার মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে টস জিতে জস বাটলার প্রতিপক্ষকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং এমসিজিতে আজ রান তাড়া করবে ইংল্যান্ড। উভয় দলই অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। যার অর্থ- ডেভিড মালান ও মার্ক উডকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড।
পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেট), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।