আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

  • Update Time : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 199

নিজস্ব প্রতিবেদকঃ

আরব আমিরাতে স্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার আবুধাবিতে খালিজ টাইমস-কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে ১৬ কোটির বিশাল জনগোষ্ঠীকে শক্তিতে গড়ে তোলাটা বড় একটা চ্যালেঞ্জ। যা গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলা সম্ভব হয়েছে। আমিরাতের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিনিয়োগ নিয়ে কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশে বিনিয়োগ করেছে।

পরে পুঁজিবাজার প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকোর মতো শহরে একাধিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন কো হয়েছে। এরআগে সেখানে বাংলাদেশ-ইউএই ইকোনমিক কো-অপারেশন সেমিনারে যোগ দেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

Update Time : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

আরব আমিরাতে স্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার আবুধাবিতে খালিজ টাইমস-কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকারে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে ১৬ কোটির বিশাল জনগোষ্ঠীকে শক্তিতে গড়ে তোলাটা বড় একটা চ্যালেঞ্জ। যা গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলা সম্ভব হয়েছে। আমিরাতের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিনিয়োগ নিয়ে কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশে বিনিয়োগ করেছে।

পরে পুঁজিবাজার প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকোর মতো শহরে একাধিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন কো হয়েছে। এরআগে সেখানে বাংলাদেশ-ইউএই ইকোনমিক কো-অপারেশন সেমিনারে যোগ দেন তিনি।