মিরসরাইয়ে মাদক কারবারির পেটে মিলল ১৪০০ ইয়াবা
- Update Time : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / 250
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাইপাস এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার পেট থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুরের নিজামপুর বাইপাস এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী দূরপাল্লার একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি হলেন- ফরিদপুর জেলার পাঁচ কাইচাইল এলাকার মতিন মিয়ার ছেলে মোঃ সজিব মিয়া (২৬)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান, যাত্রীবাহী বাসে ইয়াবার চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের খবরে মিরসরাই থানা পুলিশের বিশেষ একটি টিম ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় গাড়িতে তল্লাশি চালানো জন্যে তল্লাসি চৌকি বসানোর হয়। এসময় বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী দুরপাল্লার একটি বাসে পুলিশ তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে ইয়াবা সহ আটক করা হয়।
এবিষয়ে মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব তার পেটে ইয়াবা রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে। এরপর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এক্স-রে করে পেটে ইয়াবা থাকার বিষয়টি আরো নিশ্চিত হওয়া যায়। পরক্ষণে বিশেষ পদ্ধতিতে পায়ুপথে তার পেট থেকে ২৮ টি ইয়াবার প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ছিল। সবমিলিয়ে ইয়াবা ব্যবসায়ী সজিব মিয়া থেকে আমরা ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করি।
এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং আসামী সজিব মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।