তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক হলেন সরিষাবাড়ির কবির
- Update Time : ১২:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / 266
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতিক্ষার পর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কৃতি সন্তান কামরুল হাসান কবির। তিনি তিতুমীর কলেজের বাংলা বিভাগের মেধাবী ছাত্র।
মেধাবী ছাত্র কামরুল হাসান কবির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজ উপজেলা এবং তিতুমীর কলেজ শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়।
তিতুমীর ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক কামরুল হাসান কবির বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে,বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব আদর্শের সহিত আমি আমার জীবন দিয়ে হলেও পালন করবো। তিনি এসময় সকলের কাছে দোয়াও চেয়েছেন।
সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, কবির আমাদের গর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে কবিরের মতো মেধাবী ছাত্রনেতার কোন বিকল্প নেই বলেও জানায় তারা।
উল্লেখ্য যে, কামরুল হাসান কবির, সরিষাবাড়ী পৌরসভাধীন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।