মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বুটেক্সে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : ১২:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • / 196

সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধিঃ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই জন মুখপাত্র নুপুর শর্মা ও নবিন জিন্দালের কুৎসিত ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (১২ জুন) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভবনের সামনে শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় সুন্নাত পালনে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে মিসওয়াক এবং আতর বিতরণ করা হয়।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান। তিনি বলেন, “রাসুলের উপর কটুক্তি বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তবে আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের প্রতিবাদে কোন হিংস্রতা থাকবে না। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করব।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজিল বলেন, “পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মোহাম্মদ সাঃ, আর তার চরিত্র নিয়ে কটুক্তি করার অধিকার কারো নেই।”

এরপর শিক্ষার্থীরা সমস্বর কন্ঠে ‘ত্বলাআল বাদরু আলাইনা’ গজলটি পরিবেশন করে। গজল শেষে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। প্রতিবাদ মিছিলটি বঙ্গবন্ধু ভবন থেকে শুরু হয়ে ছাত্র সংসদের সামনে এসে শেষ হয়।

তবে এই মানববন্ধন কর্মসূচি চলাকালীন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাপস সরকার মন্তব্য করেন, ‘এই বাল ছাল বিষয় নিয়ে মানববন্ধন করার কোন মানে হয় না, মানববন্ধন করার মতো আরো অনেক বিষয় আছে।’

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছেন এবং পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বুটেক্সে শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ১২:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধিঃ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই জন মুখপাত্র নুপুর শর্মা ও নবিন জিন্দালের কুৎসিত ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (১২ জুন) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভবনের সামনে শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় সুন্নাত পালনে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে মিসওয়াক এবং আতর বিতরণ করা হয়।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান। তিনি বলেন, “রাসুলের উপর কটুক্তি বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তবে আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের প্রতিবাদে কোন হিংস্রতা থাকবে না। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করব।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজিল বলেন, “পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মোহাম্মদ সাঃ, আর তার চরিত্র নিয়ে কটুক্তি করার অধিকার কারো নেই।”

এরপর শিক্ষার্থীরা সমস্বর কন্ঠে ‘ত্বলাআল বাদরু আলাইনা’ গজলটি পরিবেশন করে। গজল শেষে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। প্রতিবাদ মিছিলটি বঙ্গবন্ধু ভবন থেকে শুরু হয়ে ছাত্র সংসদের সামনে এসে শেষ হয়।

তবে এই মানববন্ধন কর্মসূচি চলাকালীন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাপস সরকার মন্তব্য করেন, ‘এই বাল ছাল বিষয় নিয়ে মানববন্ধন করার কোন মানে হয় না, মানববন্ধন করার মতো আরো অনেক বিষয় আছে।’

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে আসছেন এবং পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।