সীতাকুণ্ড ট্রাজেডিতে আহত রোগীদের পাশে চাটগাঁইয়া ডিসিয়ান

  • Update Time : ১২:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
  • / 279

মুজাহিদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ

সীতাকুন্ড ট্রাজেডিতে চট্টগ্রামের সেচ্ছাসেবীদের মত ঢাকায়ও আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে ‘চাটগাঁইয়া ডিসিয়ান’
০৫ জুন’২২ থেকে সীতাকুণ্ড ট্রাজেডির ফলে চট্টগ্রাম ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে থেকে আগত রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে ‘ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ’।

এ সংগঠন ঢাকা কলেজে পড়ুয়া ৫ জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি) ছাত্রদের নিয়ে গঠিত। এ পর্যন্ত ২৩ ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সক্ষম হয়েছে, পর্যাপ্ত প্লাজমা সংগ্রহ ও সংরক্ষিত করা হয়েছে যা দিয়ে আগামী ৫-৭ দিন পর্যন্ত চলবে। হাসপাতালে আগত দর্শনার্থীদের ব্লাড গ্রুপও মোবাইল নাম্বার সংগ্রহ চলমান রয়েছে। জরুরি রক্তের প্রয়োজনে ব্লাড দিতে পারবে এমন ৩০-৪০ জন ডোনার ও তাদের মোবাইল নম্বর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মাস্ক ও পর্যাপ্ত খাবার পানি বিতরণ করা চলমান রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে নগদ অর্থ ও খাবার সংগ্রহ করে তাদের উপস্থিতিতে আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের মধ্যে বিতরণ করার কাজ নির্দ্বিধায় করে যাচ্ছে এ সংগঠন।

সীতাকুণ্ড ট্রাজেডির নিখোঁজদের খুঁজে পেতে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর ছাপানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৯ পর্যন্ত প্রত্যক্ষ এবং সার্বক্ষণিক (সোহেল: ০১৮১২-৪২৭৮১৫, রায়হান: ০১৫৮১-৮৮৮৭০০) টেলিযোগাযোগের মাধ্যমে জরুরী সেবা দিচ্ছে তারা।

উক্ত সংগঠনের এসব কর্যক্রম নিয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে সীতাকুণ্ড ট্রাজেডির শেষ রোগীর চিকিংসা নেওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন, কোন ব্যক্তি বা সংগঠন যদি আমাদের কাজকে ভালবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হল তাহলে চাটগাঁইয়া ডিসিয়ান পরিবার উক্ত সহায়তা যথাযথ রোগীদের নিকট পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Tag :

Please Share This Post in Your Social Media


সীতাকুণ্ড ট্রাজেডিতে আহত রোগীদের পাশে চাটগাঁইয়া ডিসিয়ান

Update Time : ১২:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২

মুজাহিদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ

সীতাকুন্ড ট্রাজেডিতে চট্টগ্রামের সেচ্ছাসেবীদের মত ঢাকায়ও আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে ‘চাটগাঁইয়া ডিসিয়ান’
০৫ জুন’২২ থেকে সীতাকুণ্ড ট্রাজেডির ফলে চট্টগ্রাম ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে থেকে আগত রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে ‘ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ’।

এ সংগঠন ঢাকা কলেজে পড়ুয়া ৫ জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি) ছাত্রদের নিয়ে গঠিত। এ পর্যন্ত ২৩ ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সক্ষম হয়েছে, পর্যাপ্ত প্লাজমা সংগ্রহ ও সংরক্ষিত করা হয়েছে যা দিয়ে আগামী ৫-৭ দিন পর্যন্ত চলবে। হাসপাতালে আগত দর্শনার্থীদের ব্লাড গ্রুপও মোবাইল নাম্বার সংগ্রহ চলমান রয়েছে। জরুরি রক্তের প্রয়োজনে ব্লাড দিতে পারবে এমন ৩০-৪০ জন ডোনার ও তাদের মোবাইল নম্বর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মাস্ক ও পর্যাপ্ত খাবার পানি বিতরণ করা চলমান রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে নগদ অর্থ ও খাবার সংগ্রহ করে তাদের উপস্থিতিতে আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের মধ্যে বিতরণ করার কাজ নির্দ্বিধায় করে যাচ্ছে এ সংগঠন।

সীতাকুণ্ড ট্রাজেডির নিখোঁজদের খুঁজে পেতে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর ছাপানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৯ পর্যন্ত প্রত্যক্ষ এবং সার্বক্ষণিক (সোহেল: ০১৮১২-৪২৭৮১৫, রায়হান: ০১৫৮১-৮৮৮৭০০) টেলিযোগাযোগের মাধ্যমে জরুরী সেবা দিচ্ছে তারা।

উক্ত সংগঠনের এসব কর্যক্রম নিয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে সীতাকুণ্ড ট্রাজেডির শেষ রোগীর চিকিংসা নেওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন, কোন ব্যক্তি বা সংগঠন যদি আমাদের কাজকে ভালবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হল তাহলে চাটগাঁইয়া ডিসিয়ান পরিবার উক্ত সহায়তা যথাযথ রোগীদের নিকট পৌঁছে দিতে বদ্ধপরিকর।