ডলারের দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / 198

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাংকে ডলারের একক রেট বেঁধে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া হল বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে। এতে প্রত্যেক ব্যাংক তার মতো করে ডলারের দাম নির্দালন করতে পারবে।

ডলারের একক রেট ৮৯ টাকা বেধে দেয়ার পর প্রবাসী আয়ে ভাটা ও রপ্তানিকারকরা বিল নবায়ন না করার প্রেক্ষিতে বৃহস্পতিবার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

ডলার মার্কেটের অস্থিরতা নিরসনে মাত্র চারদিন আগে এর একক মূল্য নির্ধারণ করে দিয়েছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। দর নির্ধারণ করা হয়েছিল ৮৯ টাকা।

গত রোববার (২৯ মে) ডলারের একক দাম নির্ধারণ করে নির্দেশনা জারি করেছিল। তখনই অবশ্য ব্যাংকারদের পক্ষ থেকে দ্বিমত প্রকাশ করে বলা হয়েছিল, বর্তমান বাস্তবতায় একক দাম কাজ করবে না। তাতে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের প্রবাহ ব্যাহত হতে পারে।

ডলারের একক দাম সংক্রান্ত নির্দেশনা পরিবর্তনের কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ব্যাংকগুলো বলেছে, রেমিট্যান্স যারা পাঠাচ্ছে তারা ডলারের এ রেট ঠিক নয় বলে মনে করছে। এজন্য প্রতিযোগিতামূলক বাজারের উপর নির্ভর করে ব্যাংকগুলো ডলার দর নির্ধারণ করবে।’

মুখপাত্র বলেন, ‘তবে হঠাৎ যেন ডলারের দাম বেশি বাড়িয়ে না ফেলা হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো যাতে দাম বেশি বাড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রবাসী আয়ে ডলারের দাম বাজারমূল্যে নির্ধারণ হওয়ায় আমদানিতেও একইভাবে ডলারের দাম নির্ধারণ হবে। পাশাপাশি রপ্তানি আয় নগদায়ন হবে বাজারমূল্যে। ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, বিক্রি করবে তার চেয়ে কিছু বেশি দামে।’

বাজারে ডলারের চাহিদার সাথে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ডলারের দাম নির্ধারণের এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ডলারের দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল বাংলাদেশ ব্যাংক

Update Time : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাংকে ডলারের একক রেট বেঁধে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া হল বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরে। এতে প্রত্যেক ব্যাংক তার মতো করে ডলারের দাম নির্দালন করতে পারবে।

ডলারের একক রেট ৮৯ টাকা বেধে দেয়ার পর প্রবাসী আয়ে ভাটা ও রপ্তানিকারকরা বিল নবায়ন না করার প্রেক্ষিতে বৃহস্পতিবার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

ডলার মার্কেটের অস্থিরতা নিরসনে মাত্র চারদিন আগে এর একক মূল্য নির্ধারণ করে দিয়েছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। দর নির্ধারণ করা হয়েছিল ৮৯ টাকা।

গত রোববার (২৯ মে) ডলারের একক দাম নির্ধারণ করে নির্দেশনা জারি করেছিল। তখনই অবশ্য ব্যাংকারদের পক্ষ থেকে দ্বিমত প্রকাশ করে বলা হয়েছিল, বর্তমান বাস্তবতায় একক দাম কাজ করবে না। তাতে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের প্রবাহ ব্যাহত হতে পারে।

ডলারের একক দাম সংক্রান্ত নির্দেশনা পরিবর্তনের কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ব্যাংকগুলো বলেছে, রেমিট্যান্স যারা পাঠাচ্ছে তারা ডলারের এ রেট ঠিক নয় বলে মনে করছে। এজন্য প্রতিযোগিতামূলক বাজারের উপর নির্ভর করে ব্যাংকগুলো ডলার দর নির্ধারণ করবে।’

মুখপাত্র বলেন, ‘তবে হঠাৎ যেন ডলারের দাম বেশি বাড়িয়ে না ফেলা হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো যাতে দাম বেশি বাড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রবাসী আয়ে ডলারের দাম বাজারমূল্যে নির্ধারণ হওয়ায় আমদানিতেও একইভাবে ডলারের দাম নির্ধারণ হবে। পাশাপাশি রপ্তানি আয় নগদায়ন হবে বাজারমূল্যে। ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, বিক্রি করবে তার চেয়ে কিছু বেশি দামে।’

বাজারে ডলারের চাহিদার সাথে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ডলারের দাম নির্ধারণের এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হয়েছে।