মেয়াদ ও আকার বাড়ল পুঁজিবাজার সহায়তা তহবিলের

  • Update Time : ১০:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • / 181

নিজস্ব প্রতিবেদক:

২০১০ সালের শেয়ারবাজার ধসের পর ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে গঠন করা ৯০০ কোটি টাকার ‘অবশিষ্ট আদায় করা’ অর্থ বাংলাদেশ ব্যাংকের পুনঃতহবিলে দেওয়ার সুযোগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এ তহবিলের মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে।

গত কিছুদিন ধরে চলা ব্যাপক দরপতনের প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব আব্দুর রউফ চৌধুরী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে করণীয় নির্ধারণে বৈঠক করেছেন। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

সোমবার (২৩ মে) তহবিলের আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ ব্যাংক। পরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতি দিয়ে ফিরতি চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, চিঠিতে বলা হয়, ‘৯০০ কোটি টাকা দিয়ে সৃষ্ট ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ এর আদায়কৃত ১৫৩ কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পূর্ণবিনিয়োগযোগ্য তহবিলের সঙ্গে যুক্তকরণ ও তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হলো।’

এই এক হাজার নয় কোটি টাকার তহবিলটির মেয়াদ ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধির সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media


মেয়াদ ও আকার বাড়ল পুঁজিবাজার সহায়তা তহবিলের

Update Time : ১০:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

২০১০ সালের শেয়ারবাজার ধসের পর ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে গঠন করা ৯০০ কোটি টাকার ‘অবশিষ্ট আদায় করা’ অর্থ বাংলাদেশ ব্যাংকের পুনঃতহবিলে দেওয়ার সুযোগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এ তহবিলের মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে।

গত কিছুদিন ধরে চলা ব্যাপক দরপতনের প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব আব্দুর রউফ চৌধুরী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে করণীয় নির্ধারণে বৈঠক করেছেন। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

সোমবার (২৩ মে) তহবিলের আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ ব্যাংক। পরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতি দিয়ে ফিরতি চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, চিঠিতে বলা হয়, ‘৯০০ কোটি টাকা দিয়ে সৃষ্ট ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ এর আদায়কৃত ১৫৩ কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পূর্ণবিনিয়োগযোগ্য তহবিলের সঙ্গে যুক্তকরণ ও তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হলো।’

এই এক হাজার নয় কোটি টাকার তহবিলটির মেয়াদ ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধির সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।