ঢাবির সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২৪ মে
- Update Time : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / 187
ঢাবি প্রতিনিধি:
আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন । এ উপলক্ষে ইতোমধ্যে প্যানেল মনোনয়ন জমা দিয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী ২৪ মে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ চলবে। প্রায় দুই হাজার শিক্ষক ভোটার হিসেবে ভোট দেবেন।
ইতোমধ্যে নীল ও সাদা দল তাদের প্যানেল জমা দিয়েছে। নির্বাচন করার সুযোগ যেকোনো শিক্ষকেরই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে আমি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করব।’
তবে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্যানেলে যৌন হয়রানির অভিযোগ থাকা দুই শিক্ষক কেও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ সমর্থক সংগঠন নীল দল।
এরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।
তাদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের তদন্ত চলমান। এমন অবস্থায় তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় নীল দলের ভেতরেও সমালোচনা চলছে।
এ প্রসঙ্গে নীল দলের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুস সামাদ বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাই দলের সাধারণ সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাবির সিনেটে সর্বশেষ ২০১৭ সালের ২২ মে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় । সে সময় আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন ৩৩ জন। অন্যদিকে বিএনপিপন্থি সাদা দলের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন মাত্র ২ জন ।