নোবিপ্রবিতে অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান শিক্ষক সমিতির

  • Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • / 150

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধিঃ

“অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

আজ (৩০ এপ্রিল) এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, গত ১৯ এপ্রিল ২০২২ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত “অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে প্রতিবেদনটি প্রকৃতপক্ষে একটি কুচক্রী মহলের সরবরাহকৃত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নেতৃবৃন্দ বলেন,বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে সততা, কর্মনিষ্ঠা ও জবাবদিহিতার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছে। করোনা মহামারিতে যখন শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল তখন উপাচার্যের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষকদের দক্ষতা ও আন্তরিক সহযোগিতায় অনলাইনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও গবেষণা চলমান রাখা ও দুইটি সেমিস্টার সম্পূর্ণ হয়েছিল। এর ফলে সম্প্রতি প্রকাশিত স্পেনের সিমাগো ইন্সটিটিউট র‍্যাংকিং-২০২২ এর তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে নোবিপ্রবি।এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদনেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের র‍্যাংকিংয়ে নোবিপ্রবির অবস্থান ছিল চতুর্থ।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়,করোনা কালীন সময়ে নোবিপ্রবিতে কোভিড ল্যাব স্থাপন, করোনা পরীক্ষায় শতভাগ সাফল্য, দুই বছরের অধিক সময় যাবত বন্ধ থাকা নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার উপাচার্যের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।এছাড়াও জাতীয় দৈনিকের প্রতিবেদনে প্রকাশিত উপাচার্যের ক্যাম্পাসে অবস্থান,বাড়িভাড়া ভাতা বাবদ উপাচার্যের অর্থগ্রহণ,৫৪তম রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগে স্বেচ্ছাচারিতা,অডিট রিপোর্ট,অবকাঠামোগত উন্নয়নে স্থবিরতা,নতুন শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশিত তথ্য মিথ্যা, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

বিভ্রান্তিকর ও বিকৃত সংবাদ যেন আর পরিবেশন করা না হয় সেই আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ আরো বলেন,
আমরা সকলে বিশ্ববিদ্যালয়, সমাজ তথা দেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ অর্জন করা সম্ভব বলে মনে করি।ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হলে আইনগত পদক্ষেপ নিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান নেতৃবৃন্দ। এছাড়াও মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহকারী কুচক্রী মহলের মুখোশ উন্মোচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনিয়ম দূর্নীতি নিয়ে প্রকাশিত ওই সংবাদ কুচক্রীমহলের সরবরাহকৃত উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্যান্য সংগঠনও। আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি নীলদল ও সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এর প্রতিবাদ জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media


নোবিপ্রবিতে অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান শিক্ষক সমিতির

Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধিঃ

“অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

আজ (৩০ এপ্রিল) এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, গত ১৯ এপ্রিল ২০২২ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত “অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শিরোনামে প্রতিবেদনটি প্রকৃতপক্ষে একটি কুচক্রী মহলের সরবরাহকৃত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নেতৃবৃন্দ বলেন,বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে সততা, কর্মনিষ্ঠা ও জবাবদিহিতার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছে। করোনা মহামারিতে যখন শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল তখন উপাচার্যের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষকদের দক্ষতা ও আন্তরিক সহযোগিতায় অনলাইনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও গবেষণা চলমান রাখা ও দুইটি সেমিস্টার সম্পূর্ণ হয়েছিল। এর ফলে সম্প্রতি প্রকাশিত স্পেনের সিমাগো ইন্সটিটিউট র‍্যাংকিং-২০২২ এর তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে নোবিপ্রবি।এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদনেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের র‍্যাংকিংয়ে নোবিপ্রবির অবস্থান ছিল চতুর্থ।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়,করোনা কালীন সময়ে নোবিপ্রবিতে কোভিড ল্যাব স্থাপন, করোনা পরীক্ষায় শতভাগ সাফল্য, দুই বছরের অধিক সময় যাবত বন্ধ থাকা নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার উপাচার্যের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।এছাড়াও জাতীয় দৈনিকের প্রতিবেদনে প্রকাশিত উপাচার্যের ক্যাম্পাসে অবস্থান,বাড়িভাড়া ভাতা বাবদ উপাচার্যের অর্থগ্রহণ,৫৪তম রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগে স্বেচ্ছাচারিতা,অডিট রিপোর্ট,অবকাঠামোগত উন্নয়নে স্থবিরতা,নতুন শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশিত তথ্য মিথ্যা, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

বিভ্রান্তিকর ও বিকৃত সংবাদ যেন আর পরিবেশন করা না হয় সেই আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ আরো বলেন,
আমরা সকলে বিশ্ববিদ্যালয়, সমাজ তথা দেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ অর্জন করা সম্ভব বলে মনে করি।ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হলে আইনগত পদক্ষেপ নিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান নেতৃবৃন্দ। এছাড়াও মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহকারী কুচক্রী মহলের মুখোশ উন্মোচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনিয়ম দূর্নীতি নিয়ে প্রকাশিত ওই সংবাদ কুচক্রীমহলের সরবরাহকৃত উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্যান্য সংগঠনও। আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি নীলদল ও সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এর প্রতিবাদ জানায়।