চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার ইফতার মাহফিল
- Update Time : ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / 238
নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) চাঁদপুর প্রেস ক্লাব ভবনস্থ এলিট চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি এস এম জাহেদুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো নুরুন্নবী মিয়াজি রুবেল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনম, কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
শাহজাহান শিশির বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা সর্বক্ষেত্রে প্রশংসনীয়। ছাত্রসমাজরাই দেশের জন্য কাজ করে যাচ্ছে দিনরাত। আমি আশাবাদী ছাত্রসমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, কচুয়া উপজেলার শিক্ষার্থীর কল্যাণে আমি শিশির অতীতে ছিলাম ভবিষ্যতে আছি থাকব ইনশাআল্লাহ। তোমাদের সংগঠনের কল্যাণে সব সময় নিয়োজিত থাকব।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো বেদারুল আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো কামরুল হাছান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, চাঁদপুরস্থ কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আরিফ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইয়াকুব মাষ্টার, সংস্থার উপদেষ্টা এবং বাংলাদেশ ছাত্রলীগ কচুয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, সংস্থার উপদেষ্টা তানজীর রেজা রনি, ছাত্রলীগ নেতা শাহালম মোল্লা, মো সোহেল,মো মারুফ, কচুয়া ছাত্রকল্যাণ সংস্থার সহ-সভাপতি মো ইব্রাহিম পাটোয়ারী, মো সবুজ সিকদার, মো বাছির উদ্দিন, মো শাহপরান হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো আবু বকর সিদ্দিক, মো আল আমিন, শিপন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মো. শাহাব উদ্দিন শিহাব, মো কামরুল হাসান, খন্দকার মিলন হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন শুভ,দপ্তর সম্পাদক মো আরিফ হোসেন, উপ দপ্তর সম্পাদক মো আরিফ, উপবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মোতালেব, সদস্য মো. ইসমাঈল হোসেনসহ চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত কচুয়া উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।