প্রতারণা ও অর্থ আত্মসাত: ১৭ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শেষ
- Update Time : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / 255
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে একের পর এক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠতে থাকে। এরই মধ্যে বহুল আলোচিত প্রতিষ্ঠান ইভ্যালিসহ ১৭টি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত শেষ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএফআইইউর দাখিল করা প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার এ নিয়ে শুনানি শেষে ২২ মে পরবর্তী দিন ধার্য করেন আদালত।
প্রতিবেদনে দেখা যায়, ১৭ প্রতিষ্ঠানের মধ্যে ই-অরেঞ্জ শপ ও অরেঞ্জ বাংলাদেশ, কিউকম লিমিটেড, বুম বুম লিমিটেড ও বুম বুম ডটকম ডট বিডি, নিডস কম বিডি, সিরাজগঞ্জ শপ কম, আদিয়ান মার্ট ডট কম ডট বিডি, ধামাকা শপিং কম বা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড, রিং আইডি বিডি লিমিটেড, নিরাপদ টেকনোলজি, আস্থার প্রতীক ডটকম, শ্রেষ্ঠ ডটকম, বারী দোকান ডট কম, থলে ডটকম ও উইকম ডটকমের বিষয়ে তদন্তের জন্য তথ্যাদি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠানো হয়েছে।
ডিজিটাল বা ই-কমার্স প্ল্যাটফর্মে ভোক্তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে করা আলাদা রিটের শুনানির পর গত বছরের ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট তিনটি বিষয়ে জানাতে নির্দেশ দেন। ই-কমার্স প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া ও মানি লন্ডারিংয়ের অভিযোগ বিষয়ে বিএফআইইউ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়।