‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থী
- Update Time : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / 169
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেরা ১২ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।২০১৯ সালের বিএসএস (সম্মান) পরীক্ষার ফলাফলের মাধ্যমে তাদের বাছাই করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে বিভাগে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রবর্তন করা হয়।
পুরষ্কারপ্রাপ্তরা হলেন মিলি আক্তার, রিতু কর্মকার, জান্নাতুল ইসলাম, তহুরা তাবাসসুম, সুমাইয়া জাহিদ, মো. তরিকুল ইসলাম, টিপু সুলতান, সাইদুল ইসলাম, তানহা তাসনিম, ফারহানা আক্তার, মোছা. নুসরাত জেবিন ও সুমাইয়া আরেফিন।তারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ফকরুল আলম বক্তব্য দেন। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী।