ছাত্রী মেসে আগুন, হল খোলার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০৪:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / 164

মো.শুভ ইসলাম:

নতুন হল খোলার দাবিতে উত্তাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শনিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রী মেছে আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রায় এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ত্রিশাল ফায়ার সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন। এতে কোনো শিক্ষার্থীর দুর্ঘটনা না হলেও আগুনে পুরে গেছে উক্ত মেছে থাকা ছাত্রীদের মোবাইল, ল্যাপটম, আসবাবপত্র, জরুরি কাগজপত্রসহ, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

এ ঘটনার পর ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন হল চালুর জন্য ভিসি বাংলোর সামনে অবস্থা নেন। শিক্ষার্থীদের একদাবি আজকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন হল দুইটি চালু করতে হবে।

এছাড়াও আন্দোলনকারীরা আরো বলেন, “নানা সময়ে এই মেসগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি। চুরি, আগুণ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। আমরা আর হেলাফেলা চাই না, নতুন হল দুটো খুলে দিয়ে আমাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন থেকে উঠবো না”

এ সময় সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্ট। তারা আজকের ঘটনার জন্য সমবেদনা জানিয়ে বলেন, “তোমাদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের হলগুলোতে বেশ কিছু সংকট আছে। গ্যাস নেই, লোকবল নেই। আমাদের কাজ চলমান। শীঘ্রই চালু করতে পারবো বলে আশাবাদী আমরা।”

তবে শেষ খবর পাওয়ার পর্যন্ত এখনো আন্দোলন শিক্ষার্থীরা তাদের অবস্থানে ই আছে। তার কোনো আশ্বাসের বুলি শুনে শান্ত হবে নাহ। নতুন হল না খুললে অনশন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media


ছাত্রী মেসে আগুন, হল খোলার দাবিতে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

Update Time : ০৪:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

মো.শুভ ইসলাম:

নতুন হল খোলার দাবিতে উত্তাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শনিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রী মেছে আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রায় এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ত্রিশাল ফায়ার সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন। এতে কোনো শিক্ষার্থীর দুর্ঘটনা না হলেও আগুনে পুরে গেছে উক্ত মেছে থাকা ছাত্রীদের মোবাইল, ল্যাপটম, আসবাবপত্র, জরুরি কাগজপত্রসহ, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

এ ঘটনার পর ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন হল চালুর জন্য ভিসি বাংলোর সামনে অবস্থা নেন। শিক্ষার্থীদের একদাবি আজকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন হল দুইটি চালু করতে হবে।

এছাড়াও আন্দোলনকারীরা আরো বলেন, “নানা সময়ে এই মেসগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি। চুরি, আগুণ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। আমরা আর হেলাফেলা চাই না, নতুন হল দুটো খুলে দিয়ে আমাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন থেকে উঠবো না”

এ সময় সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্ট। তারা আজকের ঘটনার জন্য সমবেদনা জানিয়ে বলেন, “তোমাদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের হলগুলোতে বেশ কিছু সংকট আছে। গ্যাস নেই, লোকবল নেই। আমাদের কাজ চলমান। শীঘ্রই চালু করতে পারবো বলে আশাবাদী আমরা।”

তবে শেষ খবর পাওয়ার পর্যন্ত এখনো আন্দোলন শিক্ষার্থীরা তাদের অবস্থানে ই আছে। তার কোনো আশ্বাসের বুলি শুনে শান্ত হবে নাহ। নতুন হল না খুললে অনশন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।