ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

  • Update Time : ১১:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / 185

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বীরগঞ্জে একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে ১০ ঘণ্টা পর মারা গেছেন বাবা।

মৃতরা হলেন-বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬৬) ও তার ছেলে ইমরান তানিম (৩২)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টায় ছেলে ও দুপুর দেড়টার দিকে বাবার মৃত্যু হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন ইমরান তানিম। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মারা যান।

ছেলের মৃত্যুর খবর শুনে বাবা আমজাদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ইমরান তানিমও এক সন্তানের বাবা ছিলেন। আমজাদ হোসেন বীরগঞ্জ উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ছিলেন।

বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমজাদ হোসেন তার আপন ভাই ও ইমরান তানিম ভাতিজা ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

Update Time : ১১:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বীরগঞ্জে একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে ১০ ঘণ্টা পর মারা গেছেন বাবা।

মৃতরা হলেন-বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬৬) ও তার ছেলে ইমরান তানিম (৩২)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টায় ছেলে ও দুপুর দেড়টার দিকে বাবার মৃত্যু হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন ইমরান তানিম। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মারা যান।

ছেলের মৃত্যুর খবর শুনে বাবা আমজাদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ইমরান তানিমও এক সন্তানের বাবা ছিলেন। আমজাদ হোসেন বীরগঞ্জ উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ছিলেন।

বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমজাদ হোসেন তার আপন ভাই ও ইমরান তানিম ভাতিজা ছিলেন।