ঢাবি ছাত্রী হলের বিতর্কিত সেই নিয়ম বাতিল হচ্ছে

  • Update Time : ১০:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / 183

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বিবাহিত ছাত্রীদের থাকতে না দেয়ার নিয়ম বাতিল হচ্ছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ । আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

ড. মুহাম্মদ সামাদ বলেন, ছাত্রী হলগুলোতে যেসব বিধি নিষেধ ছিল- সব রহিত করা হয়েছে। আপাতত এতটুকুই জানানো সম্ভব বলে জানান তিনি।

এর আগে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার বিধান বাতিল চেয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট সামসুন্নাহার হল, প্রভোস্ট কুয়েত-মৈত্রী হল এবং সুফিয়া কামাল হলের প্রভোস্ট বরাবর এ নোটিশ পাঠানো হয়।

ওই নোটিশে ঢাবি প্রশাসনের ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাছাড়া ওই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

তবে গৃহীত এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি শেখ তাসনিম আফরোজ ইমি জানান, সভায় মাত্র একটি দাবি মানা হয়েছে। আমাদের আরো তিনটি দাবি ছিলো। সেগুলোরও বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবি ছাত্রী হলের বিতর্কিত সেই নিয়ম বাতিল হচ্ছে

Update Time : ১০:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বিবাহিত ছাত্রীদের থাকতে না দেয়ার নিয়ম বাতিল হচ্ছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ । আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

ড. মুহাম্মদ সামাদ বলেন, ছাত্রী হলগুলোতে যেসব বিধি নিষেধ ছিল- সব রহিত করা হয়েছে। আপাতত এতটুকুই জানানো সম্ভব বলে জানান তিনি।

এর আগে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার বিধান বাতিল চেয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট সামসুন্নাহার হল, প্রভোস্ট কুয়েত-মৈত্রী হল এবং সুফিয়া কামাল হলের প্রভোস্ট বরাবর এ নোটিশ পাঠানো হয়।

ওই নোটিশে ঢাবি প্রশাসনের ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাছাড়া ওই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

তবে গৃহীত এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি শেখ তাসনিম আফরোজ ইমি জানান, সভায় মাত্র একটি দাবি মানা হয়েছে। আমাদের আরো তিনটি দাবি ছিলো। সেগুলোরও বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন তিনি।