ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন
- Update Time : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / 340
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফরিদগঞ্জ ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে ।
প্রতি বছরের ন্যায় এই কমিটি একবছরের জন্য কমিটি গঠন করা হয়।
গত ১৮ ই ডিসেম্বর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উপস্থিত হয়ে সংগঠন অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে প্রত্যক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে ২০১৬-১৭ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাছানকে সভাপতি এবং ২০১৭-১৮ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল হাসান খান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
উক্ত সভায় সংগঠন এর সাবেক নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সকলেই উপস্থিত ছিলেন।
সংগঠন এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি হাসিবুল হাছান বলেন- ”শিক্ষার্থীবান্ধব এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ভ্রাতৃত্বের সংগঠন। আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে পূর্বের ন্যায় আরও গতিশীল করে পরিচালনা করতে। এক্ষেত্রে সংগঠন এর সকল সদস্যদের অভাব, অভিযোগ, গঠনমূলক মতামতের আলোকে, প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন ঘটিয়ে প্রাণপ্রিয় সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর”।
সংগঠনের সাধারণ সম্পাদক আল হাসান খান বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে কাজ করে যাবো। ফরিদগঞ্জ উপজেলা থেকে যেসকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের মাঝে অনেকে অস্বচ্ছল থাকে তাদেরকে বিভিন্নভাবে শিক্ষামূলক সহায়তা করে যাওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের একটি বড় উদ্দেশ্য হচ্ছে যে, আমরা সংগঠনের মাধ্যমে আমাদের উপজেলার বিভিন্ন কলেজ গুলোতে শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাওয়া যায় সেই বিষয় গুলো নিয়ে বিভিন্ন কলেজ গুলোতে দিকনির্দেশনা এবং পরামর্শ মূলক গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করবো। ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করবো । এছাড়াও প্রতি মাসে সদস্যদের পরামর্শের আলোকে সাধারণ মিটিং এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে গতিশীলতা বজায় রাখবো ইনশাআল্লাহ”।
সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশ এবং সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জুনিয়র এবং সিনিয়রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরিতে সংগঠনটি সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফরিদগঞ্জ উপজেলাকে “শতভাগ শিক্ষত ফরিদগঞ্জ” রুপে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।