১০০ জন ঢাবি শিক্ষার্থীকে সাইকেল দিল ডাকসু
- Update Time : ০৯:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / 164
জাননাহ,ঢাবি প্রতিনিধি ,ঢাবি:
ছাত্রলীগের প্যানেল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বাইসাইকেল পেলো ঢাবির ১০০ জন শিক্ষার্থী। ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে এসব সাইকেল দেওয়া হয়।
আজ, সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তির পায়রা চত্বরে এ সাইকেল প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান৷
তিনি বলেন, আজ রাজনৈতিক অশুভ শক্তিরা, নিন্দুকেরা ছাত্রলীগকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। সে চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু আজকে ওরা নিজেরাই জনগণ বিচ্ছিন্ন হয়েছে নামসর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু ছাত্রলীগ সেবার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। করোনাকালে সারাদেশে ছাত্রলীগের কার্যক্রম প্রশংসিত হয়েছে। তারা জনগণের মাঝে অক্সিজেন দিয়েছে, খাদ্য পৌঁছে দিয়েছে, কৃষকের ধান কেটে দিয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, সাইকেল প্রদানের মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লক্ষ্যনীয় মাত্রায় ভূমিকা রাখবে। কারণ এটি একটি শৃঙ্খলার বহিপ্রকাশ। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে ওয়েল কানেক্টেড। ওয়াকওয়ে এবং বাইসাইকেল লেনের মাধ্যমে এ কানেক্টেভিটি নিশ্চিত করা হবে। আমরা যে মাস্টাপ্ল্যান প্রণয়ন করেছি, মাস্টারপ্ল্যানে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এ কর্মসূচির মাধ্যমে তার একটি প্রতিফলন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে একটি নিরাপদ ক্যাম্পাস যেখানে কানেক্টিভিটি থাকবে পায়ে হাঁটা পথ থাকবে, একই সঙ্গে বাইসাইকেল চালানোর লেন থাকবে।
ডাকসু সদস্যবৃন্দ এ জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ দেই, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নে আমাদের লক্ষ্য এবং পরিবেশবান্ধব পরিস্থিতি নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য।
ডাকসু সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেবেকা সুলতানা, নাভানা গ্রুপের সিইও ওয়াহেদ আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।