রাবিতে তিন দিন ব্যাপী চলচিত্র উৎসব শুরু হচ্ছে কাল
- Update Time : ০২:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / 147
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যৌথভাবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) এই চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল (১৯ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুলের সভাপতিত্বে ২১ ডিসেম্বর বিকাল চারটায় এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী মো জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ।
প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিনা দর্শনীতে এসব চলচ্চিত্র উপভোগ করা যাবে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানে যেসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে-
২১ ডিসেম্বর সন্ধা ছয়টায় প্রদর্শীত হবে প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু ও তোমারি জয় হোক, ৬টা ৪০মিনিটে প্রদর্শীত হবে নাসির উদ্দীন ইউসুফের পরিচালিত গেরিলা (কাহিনিচিত্র)।
২২ ডিসেম্বর বিকাল ৩টা থেকে প্রচারিত হবে আলমগীর কবিরের ‘ধীরে বহে মেঘনা’ (কাহিনিচিত্র), একই দিনে বিকাল ৫টা ১৫ মিনিটে প্রদর্শীত হবে জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ (কাহিনিচিত্র) এবং সন্ধা ৬টা ৫০ থেকে রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’ (কাহিনিচিত্র) প্রদর্শীত হবে।
২৩ ডিসেম্বর বিকাল ৩টায় মাসুদ পথিক পরিচালিত ‘মায়া: দ্য লস্ট মাদার’ (কাহিনিচিত্র) এবং সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে ফুয়াদ চৌধুরীর ‘মার্সিলেস মাইহেম’ (একাত্তরের গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র), এরপর একই দিনে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে নজরুল ইসলামের পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’ (বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত কাহিনিচিত্র) প্রদর্শিত হবে।