এবার নোয়াখালীতে ট্রাক চাপায় জবি শিক্ষার্থীর মৃত্যু
- Update Time : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / 172
মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি :
এবার নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার। শনিবার বেলা ১২ টায় ঢাকায় ফেরার উদ্দেশ্যে নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাবরিনার পিতা।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবিষয়ে আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নিবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সাথে যোগাযোগের করেছি, থানায় কথা বলেছি। মৃতদেহ যেন পোস্টমর্টেম না করা হয়, সে বিষয়ে কথা বলছি।
এদিকে সাবরিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদীন আহমদ। সাবরিনার এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। শোক প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকগণ। এদিকে সহপাঠীর এমন নির্মম মৃত্যুতে মর্মাহত শিক্ষার্থীরাও।