রাবির জিয়া হলে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন
- Update Time : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / 215
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় শহীদ জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধুকে জানার জন্য তাঁর রাজনৈতিক জীবন, কর্মজীবন ও তাঁর ভাবধারা সম্পর্কিত বই পড়তে হবে। আমাদের তাঁর আদর্শে জীবন অতিবাহিত করতে হবে এবং তাঁর জীবনাদর্শন গ্রহণ করতে হবে, সেই অনুসারে কাজ করতে হবে। তাহলেই তাঁর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। লাইব্রেরীতে আমাদের যেতেই হবে। যেখানে মহাকালের মহা কল্লোল। সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে বই পড়ে জানতে হবে।’
তিনি আরও বলেন, ‘বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের জন্য যেন মিলন কেন্দ্র হয় আমাদের এই বাংলাদেশ। এটাই চেয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আত্মাজীবনী, আমার দেখা নয়া চীন, কারাগারে রোজনামচা এই বইগুলো পড়লে বঙ্গবন্ধুকে কাছে পাওয়া যায়। তাই, তাঁর সম্পর্কিত এসব বই আমাদের পড়তে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের জানতে হবে।’
শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, ‘বঙ্গবন্ধু কর্ণাটি আকারে ছোট হলেও এর বিশালত্ব অনেক। কর্ণাটির মাধ্যমে হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে জানার এখানে অনেক তথ্য-উপাত্ত পাওয়া যাবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত চিন্তা-ভাবনা সম্পর্কে সচ্ছ ধারণা পাবে। কর্ণারটিতে প্রায় ১০০ বই রয়েছে। যার মাধ্যমে জাতির পিতাকে জানার সুযোগ আরও প্রসারিত হবে বলে জানান তিনি।
শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।