প্রত্যেক হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সিট সংরক্ষিত থাকবে: রাবি উপাচার্য

  • Update Time : ১০:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / 300

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বাসে অন্তত চারটা করে সিট সংরক্ষিত এবং আমাদের ১৭ টি আবাসিক হলে চারটি করে সিট বরাদ্দ থাকবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এছাড়া প্রত্যেকটি ভবনে হুইলচেয়ার যাওয়ার মত র‍্যাম্প করব।

আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন৷ বিশ্ববিদ্যালয়ের ‘ফিজিক্যালি-চ্যালেঞ্জন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (পিডিএফ) এই আলোচনার সভার আয়োজন করে।

উপাচার্য বলেন, পরীক্ষায় শ্রুতিলেখক কীভাবে থাকবে, কতক্ষণ থাকবে এসব বিষয়ে আমারা পুংখানুপুংখানু ভাবে বর্ণনা করে সবার জন্য আলাদা আলাদা ভাবে আইন আকারে একাডেমিক কাউন্সিলে পাস করব। এতে করে পরবর্তীতে এ নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা তাদের জন্য কী ফেসিলিটি বা কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি, সেটা গেজেট আকারে বড় একটি প্রজেক্ট সাবমিট করব ইউজিসির কাছে। যেন তাদের আমরা কিছু সুযোগ-সুবিধা দিতে পারি।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কথা আমরা সবাই জানি। তিনি অটিস্টিকদের নিয়ে কাজ করছেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মেম্বার হয়েছেন। এতে করে বাংলাদেশের যারা অটিজমের ভুগছেন তারা অনেক ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। কারণ বড় বড় এই ধরনের যেসকল সংগঠন আছে সেগুলোর যদি আমরা মেম্বার হতে পারি তাহলে তারা অনেক ধরনের সুযোগ-সুবিধা দেয়। এছাড়া শারীরিক ভাবে সমস্যাগ্রস্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে ।

পিডিএফের সভাপতি মোজাহিদ হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস প্রমুখ।

এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন উপাচার্য।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রত্যেক হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সিট সংরক্ষিত থাকবে: রাবি উপাচার্য

Update Time : ১০:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বাসে অন্তত চারটা করে সিট সংরক্ষিত এবং আমাদের ১৭ টি আবাসিক হলে চারটি করে সিট বরাদ্দ থাকবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এছাড়া প্রত্যেকটি ভবনে হুইলচেয়ার যাওয়ার মত র‍্যাম্প করব।

আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন৷ বিশ্ববিদ্যালয়ের ‘ফিজিক্যালি-চ্যালেঞ্জন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (পিডিএফ) এই আলোচনার সভার আয়োজন করে।

উপাচার্য বলেন, পরীক্ষায় শ্রুতিলেখক কীভাবে থাকবে, কতক্ষণ থাকবে এসব বিষয়ে আমারা পুংখানুপুংখানু ভাবে বর্ণনা করে সবার জন্য আলাদা আলাদা ভাবে আইন আকারে একাডেমিক কাউন্সিলে পাস করব। এতে করে পরবর্তীতে এ নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা তাদের জন্য কী ফেসিলিটি বা কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি, সেটা গেজেট আকারে বড় একটি প্রজেক্ট সাবমিট করব ইউজিসির কাছে। যেন তাদের আমরা কিছু সুযোগ-সুবিধা দিতে পারি।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কথা আমরা সবাই জানি। তিনি অটিস্টিকদের নিয়ে কাজ করছেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মেম্বার হয়েছেন। এতে করে বাংলাদেশের যারা অটিজমের ভুগছেন তারা অনেক ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। কারণ বড় বড় এই ধরনের যেসকল সংগঠন আছে সেগুলোর যদি আমরা মেম্বার হতে পারি তাহলে তারা অনেক ধরনের সুযোগ-সুবিধা দেয়। এছাড়া শারীরিক ভাবে সমস্যাগ্রস্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে ।

পিডিএফের সভাপতি মোজাহিদ হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস প্রমুখ।

এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন উপাচার্য।