রাবিতে ‘বঙ্গবন্ধু: অমিয় আলোকদ্যুতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
- Update Time : ০৬:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 198
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু: অমিয় আলোকদ্যুতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয় ।
অনুষ্ঠানের প্রধান আলোচক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কে অভিনন্দন জানাব কারণ তারা বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় কাজ করেছে। এ পর্যন্ত তারা দুটি বই বঙ্গবন্ধুর উপর রচনা করেছে। আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বঙ্গবন্ধু পরিষদ নাই বঙ্গবন্ধুকে নিয়ে তারা তেমন কোন কাজ করে নি।
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল অনেক কিছু করার কিন্তু তারা কিছুই করেনি। আমি খুব গর্ব বোধ করছি যে এই মিলনায়তনের দুই দেয়ালে বঙ্গবন্ধুর কুড়িটি ছবি রয়েছে। কাকতালীয় ব্যাপার হল ১৯২০ সালে তার জন্ম। তবে মানুষটি স্বল্পায়ু ছিলেন। যখন তাকে হত্যা করা হয় তখন তার বয়স ছিল মাত্র ৫৫ বছর ৪ মাস ২৯ দিন। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, বাঁচবার অধিকার তাকে দেয়া হতো তাহলে আজকের বাংলাদেশ ভিন্ন রকম হতো।
বাংলাদেশ গড়বার, বাংলাদেশের দিক-নির্দেশনা দেওয়ার জন্য যুদ্ধের পর তিনি সময় পেয়েছিলেন মাত্র ১৩১৪ দিন। স্বল্প দিলে তিনি সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জাতীয় গড় প্রবৃদ্ধি সাতের ঘরে নিয়ে গিয়েছিল।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সংক্রান্ত বই আপনারা বের করেছেন আপনাদের অভিনন্দন ধন্যবাদ। বইয়ের নামকরণটি চমৎকার। যিনি বা যারা এই নামকরণের সাথে জড়িত তাদের কাছে আবার কৃতজ্ঞতা । মুজিববর্ষে স্বভাবতই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ রাবি শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল- ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র।