ঢাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ : হল প্রভোস্ট ‘নিখোঁজ’
- Update Time : ০২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / 187
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ‘নিখোঁজ’ বলে একটি পোস্টার সাঁটানো হয়েছে। হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই বিজ্ঞপ্তি দেখা গেছে।
জানা যায়, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তেমন উদ্যোগী নন এবং কোনো সমস্যায় তাকে খুঁজে পাওয়া যায় না বিধায় শিক্ষার্থীদের একটি অংশ এই বিজ্ঞপ্তি সাঁটিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ঐ অধ্যাপক নিখোঁজ নন। অন্যদিকে এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল অবশ্য এই কর্মকাণ্ডকে বিকৃত রুচির বলে আখ্যা দিয়েছে।
সূর্য সেন হলের শৌচাগার ও ক্যান্টিনের দেয়াল, বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, মধুর ক্যানটিন ও টিএসসি এলাকায় বিজ্ঞপ্তিটি সাঁটানো হয়। বিজ্ঞপ্তিতে মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার ছবি দিয়ে ইংরেজিতে বড় করে লেখা হয় ‘মিসিং’। আর ছবির নিচে ছোট করে লেখা হয় ‘প্রভোস্ট মাস্টারদা সূর্য সেন হল’।
সম্প্রতি সূর্য সেন হলে শিক্ষার্থী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে প্রাধ্যক্ষ কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া হলটির ক্যান্টিনের খাবার মান খুবই খারাপ, মশার উপদ্রপ, হলে ক্রীড়া সরঞ্জামের অভাব, মসজিদে ইমাম না থাকা, শৌচাগারগুলোর অপরিচ্ছন্নতার বিষয়ে প্রাধ্যক্ষ নীরব ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা।
অন্যদিকে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হল সংসদ নেতাদের একটি অংশ প্রাধ্যক্ষের ওপর ক্ষুব্ধ। নেতার জানান, সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সূর্য সেন হলের টিভিকক্ষে একটি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। হল শাখা ছাত্রলীগ সেই অনুষ্ঠানে সহযোগিতা করে। হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক নেতাদের সেই অনুষ্ঠানে ডাকা হয়। কিন্তু হল সংসদ নেতাদের কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। প্রাধ্যক্ষের নামে সাঁটানো বিজ্ঞপ্তিটির পেছনে এই ঘটনারও ভূমিকা আছে।
শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডকে ‘অরুচিকর’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেছেন, সূর্য সেন হলের প্রাধ্যক্ষ নিখোঁজ হননি। তার সঙ্গে তিনি গতকালও একটি সভা হয়েছে।